IPL 2021: হায়দরাবাদের নতুন নায়ক জেসন রয়

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 28, 2021 | 2:15 PM

ম্যাচ জিতে জেসন রয় বলেন, 'আমি অনেক টি-২০ ম্যাচ খেলেছি। তবে আইপিএলের মঞ্চে প্রথমবার। অসাধারণ অনুভূতি। সত্যিই খুব ভালো লাগছে। দলের হয়ে পারফর্ম করতে পেরেছি। এর চেয়ে ভালো আর কি হয়!' এর সঙ্গে জেসন রয় যোগ করেন, 'ভালো ব্যাটিং করেছি। আমার মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে। এই জয়টা আমাদের দলের জন্য খুব জরুরী ছিল।'

IPL 2021: হায়দরাবাদের নতুন নায়ক জেসন রয়
জেসন রয়। ছবি: টুইটার

Follow Us

দুবাই: অভিষেকেই নজর কাড়লেন জেসন রয় (Jason Roy)। ইংল্যান্ডের ওপেনার এতদিন দলে থাকলেও তাঁকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। সুযোগ পেয়েই কামাল করলেন জেসন রয়। ডেভিড ওয়ার্নারকে (David Warner) বসিয়ে জেসনকে খেলায় টিম ম্যানেজমেন্ট। আইপিএলের (IPL) প্লে অফে ওঠার সুযোগ নেই হায়দরাবাদের (Sunrisers Hyderabad)। তাই পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হেঁটেছেন ট্রেভর বেইলিস (Trevor Bayliss)।

৬০ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন জেসন রয়। তাঁর মারকাটারি ইনিংসের সুবাদেই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৬৫ রান তাড়া করা সম্ভব হয়েছে হায়দরাবাদের। জেসনকে যোগ্য সঙ্গত দিয়েছেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। ৭ উইকেটে ম্যাচ জিতে যায় সানরাইজার্স। ম্যাচ জিতে জেসন রয় বলেন, ‘আমি অনেক টি-২০ ম্যাচ খেলেছি। তবে আইপিএলের মঞ্চে প্রথমবার। অসাধারণ অনুভূতি। সত্যিই খুব ভালো লাগছে। দলের হয়ে পারফর্ম করতে পেরেছি। এর চেয়ে ভালো আর কি হয়!’ এর সঙ্গে জেসন রয় যোগ করেন, ‘ভালো ব্যাটিং করেছি। আমার মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে। এই জয়টা আমাদের দলের জন্য খুব জরুরী ছিল।’

 

অন্যদিকে ম্যাচ হারায় হতাশ রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার ক্রিস মরিস (Chris Morris)। ম্যাচ হারের পর তিনি বলেন, ‘বড় মঞ্চে একটা সময় আমরা স্নায়ুর চাপ ধরে রাখতে পারছি না। আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে।’ প্লে অফের পথ কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছে রাজস্থান রয়্যালসের সামনে। অনেক অঙ্ক। অনেক সমীকরণ। ১০ ম্যাচে রাজস্থানের ঝুলিতে ৮ পয়েন্ট। বাকি ৪ ম্যাচই জিততে হবে তাঁদের। এই জায়গা থেকেও কামব্যাকের আশা দেখছেন রাজস্থান রয়্যালস অলরাউন্ডার ক্রিস মরিস।

 

আরও পড়ুন: IPL 2021: ওয়ার্নার-হায়দরাবাদ মধুচন্দ্রিমা পর্ব শেষের পথে

Next Article