IND vs ENG: বিদেশে বেস্ট বুমরা! ছাপিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
IND vs ENG 3rd Test: লোয়ার অর্ডারে দুর্দান্ত জুটি গড়ে ইংল্যান্ড। শেষ দিকে আরও একটা উইকেট। সব মিলিয়ে পাঁচ উইকেট নেন জসপ্রীত বুমরা। আর এতে শুধু লর্ডসের অনার বোর্ডে নাম লেখানোই নয়, কিংবদন্তি কপিল দেবকেও ছাপিয়ে গেলেন জসপ্রীত বুমরা।

লর্ডসের অনার বোর্ডে নাম লেখালেন জসপ্রীত বুমরা। লর্ডস টেস্টের প্রথম দিন এক উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় দিন প্রথ ঘণ্টাতেই নেন আরও তিনটি উইকেট। তাও আবার এই তিন উইকেট নেন মাত্র ২ ওভারের মধ্যেই। লোয়ার অর্ডারে দুর্দান্ত জুটি গড়ে ইংল্যান্ড। শেষ দিকে আরও একটা উইকেট। সব মিলিয়ে পাঁচ উইকেট নেন জসপ্রীত বুমরা। আর এতে শুধু লর্ডসের অনার বোর্ডে নাম লেখানোই নয়, কিংবদন্তি কপিল দেবকেও ছাপিয়ে গেলেন জসপ্রীত বুমরা।
ভারতীয় বোলারদের মধ্যে টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ফাইফারের রেকর্ড ছিল কিংবদন্তি কপিল দেবের। ১২ বার বিদেশের মাটিতে ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট নিয়েছিলেন কপিল দেব। এ বারের ইংল্যান্ড সফরের প্রথম টেস্ট লিডসেই সেই রেকর্ড ছুঁয়েছিলেন জসপ্রীত বুমরা। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে আরও একবার ফাইফার। সব মিলিয়ে বিদেশের মাটিতে তাঁর ১৩ তম ফাইফার। কপিল দেবের চেয়ে এগিয়ে। সব মিলিয়ে টেস্ট কেরিয়ারে ১৫তম।
টানা দুই টেস্টে ফাইফারের নজিরও গড়লেন জসপ্রীত বুমরা। প্রথম টেস্টে ফাইফার নিয়েছিলেন। ওয়ার্কলোড ম্যানেজের জন্য় দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। লর্ডসে মন্থর পিচ। বোলাররা সেই গতি, বাউন্স পাচ্ছেন না। বলের আকৃতিও দ্রুত নষ্ট হওয়ায় তা বদলাতে হয়েছে। প্রথম দিন ভারত বেশি উইকেট না পেলেও রান আটকাতে সক্ষম হয়েছে। অবশেষে ইংল্য়ান্ডের প্রথম ইনিংস শেষ ৩৮৭ রানে। বুমরার পাঁচ উইকেট ছাড়াও সিরাজ, নীতীশ দুটি করে উইকেট নেন। জাডেজা একটি উইকেট নিয়েছেন।
FIFER for Jasprit Bumrah 🫡
His maiden five-wicket haul at Lord’s in Test cricket 👏👏
Updates ▶️ https://t.co/X4xIDiSUqO#TeamIndia | #ENGvIND | @Jaspritbumrah93 pic.twitter.com/AfyXq9r6kD
— BCCI (@BCCI) July 11, 2025
