Jasprit Bumrah: বলকে ইচ্ছে মতো নাচাতে পারেন বুমরা, কেন বললেন কোচ?

Aug 03, 2024 | 6:16 PM

Indian Cricket Team: সেই ভাবনা থেকেই বুমরা বিশ্রামে। বিরাট-রোহিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাঁরা শুধু দুই ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন। বুমরা কতটা দক্ষ পেসার নতুন করে বলার নেই। আবারও তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ৮৩-র বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য রবি শাস্ত্রী।

Jasprit Bumrah: বলকে ইচ্ছে মতো নাচাতে পারেন বুমরা, কেন বললেন কোচ?
Image Credit source: X

Follow Us

ফরম্যাট যাই হোক, জসপ্রীত বুমরা ভয়ঙ্কর। বিশ্বের অন্যতম সেরা পেসার। মাসখানেক আগে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জসপ্রীত বুমরা। শুধু তাই নয়, বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন ভারতের এই পেসার। শ্রীলঙ্কা সফরে রয়েছে ভারতীয় দল। সিনিয়র প্লেয়ারদের মধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মা খেললেও বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে। সামনে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। সেই ভাবনা থেকেই বুমরা বিশ্রামে। বিরাট-রোহিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাঁরা শুধু দুই ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন। বুমরা কতটা দক্ষ পেসার নতুন করে বলার নেই। আবারও তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ৮৩-র বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য রবি শাস্ত্রী।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কিছু ম্যাচ জেতানো স্পেল করেছেন বুমরা। তাঁর ইকোনমি চোখ ধাঁধানো। ফাইনালেও চাপের মুহূর্তে তাঁর বোলিং ম্যাচে ফিরতে সাহায্য করেছে ভারতকে। আইসিসি রিভিউতে রবি শাস্ত্রী বলেন, ‘ও সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কী করতে পারে। কেরিয়ারের এমন একটা জায়গায় পৌঁছেছে বুমরা যেখানে ও যেন বলকে নির্দেশ দিতে পারে, এমনটা করো, আর বল সেটাই করে। নিজের কথায় বলকে নাচাতে পারে।’

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গও উঠে আসে। বুমরার দাপট ভালো ভাবেই টের পেয়েছে পাকিস্তান ব্যাটাররা। শাস্ত্রী বলছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে কঠিন পরিস্থিতিতে ছিল ভারত। সেই ম্যাচ থেকেই ভারত বুঝতে পেরেছিল, বিশ্বকাপ জিততে কোনটা সঠিক কম্বিনেশন হতে পারে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে স্লগ ওভারেও বুমরার বোলিং ভুললে চলবে না।’

পাকিস্তান ম্যাচে ভারত ব্যাকফুটেই ছিল। তবে বুমরা নতুন স্পেলে এসে সেট ব্যাটার রিজওয়ানকে ফেরাতেই ম্যাচের নিয়ন্ত্রণ ফের ভারতেরই হাতে। বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও পরিস্থিতি সঙ্গীন ছিল। ১৮তম ওভারে মার্কো জানসেনকে ফেরান বুমরা। সেখান থেকে ম্যাচ ঘুরতে শুরু করে। ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন বুমরা।

Next Article