কলকাতা : ভারতীয় ক্রিকেটারদের জন্য একাধিকবার তাঁকে লজ্জার মুখে পড়তে হয়েছে। কথা হচ্ছে সদ্য অবসর ঘোষণা করা ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad)। কিংবদন্তি হয়েই বিদায় জানিয়েছেন বাইশ গজকে। টেস্ট ফরম্যাটে ৬০০-র বেশি উইকেটের মালিক। কেরিয়ারের সূচনার সময় যুবরাজ সিং তাঁরই বিরুদ্ধে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন। সেই লজ্জার অধ্যায় পেরিয়ে প্রবল ভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন ইংরেজ পেসার। কিন্তু সেটাই শেষ নয়। আরও এক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে লজ্জায় মুখ ঢাকতে হয়েছিল ব্রডকে। তিনি কোনও তারকা ব্যাটার নন, ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা! টেস্ট ক্রিকেটে ব্রডের বোলিংয়ে ১ ওভারে ৩৫ রান তুলে হইচই ফেলে দিয়েছিলেন বুম বুম (Jasprit Bumrah)। লাল বলের ফরম্যাটে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করার লজ্জার বিশ্বরেকর্ড রয়েছে ব্রডের ঝুলিতে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
২০২২ সালের জুলাই মাসে এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ড একমাত্র টেস্ট ম্যাচ খেলা হয়। ম্যাচটি ইংল্যান্ড জিতলেও টিম ইন্ডিয়ার পেসার জসপ্রীত বুমরার ব্যাটিংয়ে নাকানিচোবানি খেয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। ১ ওভারে ৩৫ রান তুলে ফেলেন (অতিরিক্ত রান-সহ)। টেস্ট ক্রিকেটের সবচেয়ে ‘দামি’ ওভার ছিল সেটি। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ওভারের সূচনা করেন বুমরা। পাঁচ রান আসে ওয়াইড থেকে। পাঁচটি বৈধ বলে ৩৪ রান করেন। শেষ বলে ১ রান নেন। টেস্ট ম্যাচে ব্রডকে যুবরাজ সিংয়ের স্মৃতি ফিরিয়ে দিতে কসুর করেনি বুম বুম। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে যুবরাজ এক ওভারে ৩৬ রান তুলেছিলেন।
ক্রিকেট বিশ্বের কিংবদন্তি বোলারদের মধ্যে গণ্য হয় তাঁকে। ব্রডের দেড় দশকেরও বেশি বর্ণময় ক্রিকেট কেরিয়ারে সমাপ্তি ঘটবে আজ। সেই বর্ণাঢ্য কেরিয়ারে দগদগে ক্ষত হয়ে রয়ে গিয়েছে এই দুটি ঘটনা। কেরিয়ারে আটশোর বেশি উইকেটের মালিককে যা সারাজীবন যন্ত্রণা দিয়ে যাবে।