AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: বিশ্রাম নয়, ম্যাঞ্চেস্টারে খেলবেন বুমরা; সামনে বড় তথ্য

India vs England 4th Test: সিরিজ জিইয়ে রাখতে হলে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট জিততেই হবে। যে কারণে ভারতীয় দলে নানা ভাবনাও ঘুরছে। ২৩ জুলাই থেকে শুরু চতুর্থ টেস্ট। জসপ্রীত বুমরাকে খেলানো হবে!

IND vs ENG: বিশ্রাম নয়, ম্যাঞ্চেস্টারে খেলবেন বুমরা; সামনে বড় তথ্য
Image Credit: PTI
| Updated on: Jul 17, 2025 | 8:42 PM
Share

সুযোগ এসেছিল, নিতে পারেনি ভারত। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় হাতছাড়া হয়েছে লর্ডস টেস্ট। জাডেজা শেষ দিকে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে নিয়ে মরিয়া লড়াই করলেও যথেষ্ঠ ছিল না। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। সিরিজ জিইয়ে রাখতে হলে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট জিততেই হবে। যে কারণে ভারতীয় দলে নানা ভাবনাও ঘুরছে। ২৩ জুলাই থেকে শুরু চতুর্থ টেস্ট। জসপ্রীত বুমরাকে খেলানো হবে!

সিরিজ শুরুর আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে পরিষ্কার করা হয়েছিল, ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট খেলবেন জসপ্রীত বুমরা। কিন্তু কোন তিনটি টেস্ট খেলবেন সেটা পরিষ্কার করা হয়নি। এমনকি লিডস টেস্টের পরও ক্যাপ্টেন শুভমন গিলকে বলা হয়েছিল, বুমরাকে খেলানো হবে কি না। তা অবশ্য এড়িয়ে গিয়েছিলেন ভারত অধিনায়ক। সিদ্ধান্ত হয়নি, সেটাই জানিয়েছিলেন। ওয়ার্কলোড ম্যানেজের জন্যই বুমরাকে ম্যাঞ্চেস্টারে বিশ্রামের ভাবনা ছিল। যদিও সেই ভাবনা বদলাতে হয়েছে সিরিজের মরণ বাঁচন ম্যাচ হওয়ায়।

রেভস্পোর্টসের খবর অনুযায়ী, ম্য়াঞ্চেস্টার টেস্টে খেলানো হবে জসপ্রীত বুমরাকে। তার কারণ, সিরিজে পিছিয়ে থাকাই। বুমরাহীন বোলিং আক্রমণ ভারতকে প্রবল চাপে ফেলতে পারে। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে বুমরাকে জরুরি। এই সিরিজে এখনও অবধি ২টি টেস্টে ১২ উইকেট নিয়েছেন বুমরা। লর্ডসের প্রথম ইনিংসে ফাইফার নিয়ে দলকে দারুণ জায়গায় রেখেছিলেন। ব্যাট হাতেও লড়াই করেছেন।