Jasprit Bumrah’s Wife: বুমরার স্ত্রীর হাতে ‘ক্রিস্পি ডাক’, ইংরেজদের নিয়ে রসিকতায় মজলেন সঞ্জনা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 13, 2022 | 7:42 PM

বিখ্যাত ক্রিকেটারের জনপ্রিয় বউ। একজন বাইশ গজের তারকা, অন্যজন তুখোড় সঞ্চালক। কথা হচ্ছে জসপ্রীত বুমরা এবং সঞ্জনা গণেশনের। ওভালের বাইশ গজে ইংরজেদের একার হাতে ছারখার করেছেন বুমরা। ঠিক তখনই সম্প্রচার চ্যানেলে ইংলিশ ক্রিকেটারদের নিয়ে রসিকতায় মজলেন সঞ্জনা।

Jasprit Bumrahs Wife: বুমরার স্ত্রীর হাতে ক্রিস্পি ডাক, ইংরেজদের নিয়ে রসিকতায় মজলেন সঞ্জনা
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: মাঠে বুমরা। ক্যামেরার সামনে সঞ্জনা। অন এবং অফ ফিল্ডে দুই স্বামী-স্ত্রী মিলে ইংল্যান্ডের ক্রিকেটারদের নাজেহাল করে ছাড়লেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে একাই কামাল করেছেন দলের তারকা পেসার জসপ্রীত বুমরা। মাত্র ১৯টি রান খরচ করে ছয়টি উইকেট। কেরিয়ারের অন্যতম সেরা বোলিংয়ে প্রায় একার হাতে ইংরেজ সংহার করেন। বুম বুমের আগুনে বোলিংয়ের সামনে জো রুটরা ছিলেন অসহায়। বুমরার শিকার জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোনের মতো বড় নামগুলি। তার মধ্যে রয় ০, রুট ০, স্টোকস ০, লিভিংস্টোন ০। তারকাখচিত ব্যাটিং বিভাগের ডাক আউট  নিয়ে মিম, রসিকতায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তাতে আরও একটু ‘তড়কা’ লাগালেন বুমরার সঞ্চালক স্ত্রী সঞ্জনা গণেশন। সম্প্রচারকারী চ্যানেলে ইংলিশ ক্রিকেটারদের নিয়ে সঞ্জনার রসিকতা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বাইরে একটি ফুডকোর্টে দাঁড়িয়ে রয়েছেন সঞ্জনা। বলছেন, “ফুডকোর্টে আজ প্রচুর মানুষ। কারণ ইংরেজরা আজ ক্রিকেট দেখতে চায় না। এখানে অনেক ফুড স্টল রয়েছে। তার মধ্যে একটি স্টলে ইংলিশ ব্যাটাররা মোটেও আসতে চাইবেন না। কারণ স্টলটির নাম ক্রিস্পি ডাক। আমি একটি ‘ডাক ব়্যাপ’ নিয়েছি। মাঠের বাইরের এই ডাক ব়্যাপ কতটা ভালো তা দেখতে হবে। কারণ অন ফিল্ড ডাক অসাধারণ।” সঞ্জনার এই রসিকতায় মজেছে নেটিজেনরা। স্বামীর পারফরম্যান্সে তিনি অবশ্যই গর্বিত। একজন লিখেছেন, “বৌদি মাঠের বাইরে রোল খাচ্ছেন। আর বুমরা মাঠে ইংরেজদের রোল করছেন।”

সচিন তেন্ডুলকর, মাইকেল ভন, নাসের হুসেন, যুবরাজ সিং সহ একঝাঁক প্রাক্তন ক্রিকেটার বুম বুমের প্রশংসায় পঞ্চমুখ। ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম জাফরের টুইট ভীষণভাবে ভাইরাল। তিনি লিখলেন-

বুমরাকে বিশ্বের সেরা বোলার তকমা দিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন। এতে সায় দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর। সচিন তাঁর টুইটে লিখলেন-

গতকালের পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বুমরা। আইসিসি ওয়ান ডে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে উঠেছেন। অতীতেও আইসিসি ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিলেন। ১৭ মাস পর ফের সিংহাসন ফিরে পেলেন বুম বুম।

Next Article