Rishabh Pant: এই শর্ত পূরণ করলে তবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে… পন্থকে নিয়ে বড় আপডেট বোর্ডের!

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 11, 2024 | 6:30 PM

ফিট পন্থকে আইপিএলে যে খেলানো হবে, তা মোটামুটি পরিষ্কার করে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি। ক্যাপ্টেন হিসেবেও দেখা যেতে পারে তাঁকে। কিন্তু এই পন্থ কি কিপিং করবেন? যা পরিস্থিতি, তাতে এখনই পন্থকে চাপ দিতে চাইছে না দিল্লি। ঠিক এখানেই এক অন্য অঙ্ক নিয়ে হাজির বিসিসিআই। কী সেই অঙ্ক?

Rishabh Pant: এই শর্ত পূরণ করলে তবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে... পন্থকে নিয়ে বড় আপডেট বোর্ডের!
Rishabh Pant: এই শর্ত পূরণ করলে তবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে... পন্থকে নিয়ে বড় আপডেট বোর্ডের!
Image Credit source: X

Follow Us

কলকাতা: ফিটনেস সার্টিফিকেট মিলেছে সবে। তারই মধ্যে তাঁকে নিয়ে নানা অঙ্ক মেলাতে চাইছে দিল্লি ক্যাপিটালস, বিসিসিআই। এক বছরেরও বেশি সময় পর আবার মাঠে ফিরতে চলেছে ঋষভ পন্থ (Rishabh Pant)। দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁর ক্রিকেট কেরিয়ারের দেড়টা বছর। সে সব অতীত করে আইপিএলে নেমে পড়তে চান বাঁ-হাতি অলরাউন্ডার। ফিট পন্থকে আইপিএলে যে খেলানো হবে, তা মোটামুটি পরিষ্কার করে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি। ক্যাপ্টেন হিসেবেও দেখা যেতে পারে তাঁকে। কিন্তু এই পন্থ কি কিপিং করবেন? যা পরিস্থিতি, তাতে এখনই পন্থকে চাপ দিতে চাইছে না দিল্লি। ঠিক এখানেই এক অন্য অঙ্ক নিয়ে হাজির বিসিসিআই। কী সেই অঙ্ক?

যদি দেখা যায়, আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন পন্থ, আগের মতো ফিনিশারের ভূমিকাতেই দেখা যাচ্ছে তাঁকে। একাই কার্যত জেতাচ্ছেন টিমকে। তা হলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপে উপেক্ষা করা যাবে পন্থকে? স্রেফ ব্যাটার হিসেবেই কি খেলানো হবে বিশ্বকাপে? তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আইপিএলে যতই ছন্দে থাকুন পন্থ, যতক্ষণ না কিপিং গ্লাভস পরে উইকেটের পিছনে দাঁড়াচ্ছেন, ততক্ষণ তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিবেচনা করা হবে না। আর কেউ নন, খোদ বিসিসিআই সচিব জয় শাহ পরিষ্কার করে দিয়েছেন।

জয় সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া ইন্টারভিউতে বলেছেন, ‘পন্থ ভালো ব্যাট করছে। ও ভালো কিপিংও করছে। ওকে আমরা খুব শিগগিরই ফিট বলে ঘোষণা করব (যদিও বোর্ড পন্থকে ফিটনেস সার্টিফিকেট দিয়ে দিয়েছে)। ও যদি ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে, সেটা কিন্তু বড় ব্যাপার হবে। ও আমাদের সম্পদ। পন্থ যদি কিপিং করতে পারে (আইপিএলের ম্যাচে), বিশ্বকাপ খেলবে। দেখা যাক ও আইপিএলে কী করে।’

পন্থও নিজেকে মেলে ধরার জন্য মুখিয়ে রয়েছেন। তবে পন্থের উপর কিপিংয়ের বোঝা এখনই চাপিয়ে দিতে নারাজ দিল্লি। সুনীল গাভাসকরের মতো বিশেষজ্ঞও বলেছেন, পন্থের ক্ষেত্রে তাড়াহুড়ো করা হলে কিন্তু বিপদ হতে পারে। আবার বিশ্বকাপের কথা মাথায় রাখলে পন্থকে কিপার হিসেবেও পাসমার্ক পেতে হবে। পন্থ কী করবেন, আইপিএল বলে দেবে।

Next Article