মুম্বই: অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা। আজ, শনিবার উইমেন্স প্রিমিয়ার লিগের বল মাঠে গড়াবে। নির্ধারিত সূচি অনুযায়ী ভারতীয় সময় আজ, ৪ মার্চ সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের উদ্বোধনী ম্যাচ। এ বারের মেয়েদের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। সদ্য বোর্ডের তরফে ই-মেলে জানানো হয়েছে, ৭.৩০টার পরিবর্তে WPL-এর উদ্বোধনী ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের থেকে আধঘণ্টা দেরিতে। অর্থাৎ রাত ৮টায় শুরু হবে মেয়েদের আইপিএল। আসলে ছেলেদের আইপিএল মরসুম শুরু হওয়ার আগে যেমন ওপেনিং সেরিমনি হয়, তেমনই মেয়েদের আইপিএল শুরু হওয়ার আগে রয়েছে ওপেনিং সেরিমনি। সেখানে পারফর্ম করবেন সঙ্গীতশিল্পী ও সুরকার শঙ্কর মহাদেবন, পঞ্জাবি গায়ক ও ব়্যাপার এপি ধিলোঁ। সঙ্গে থাকবেন বলিউডের দুই তারকা কিয়ারা আডবানী এবং কৃতি শ্যাননও। ফলে এক জমজমাট ওপেনিং সেরিমনির অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। তার আগে ভারতের দুই তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues) ও হরলিন দেওল সুযোগ পেলেন এপি ধিলোঁর সঙ্গে দেখা করার। শুধু তাই নয়, তাঁরা একসঙ্গে গানও করেছেন। সেই ভিডিয়ো রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।
ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা ভীষণ ভালো গান করেন। একইসঙ্গে গিটার বাজাতেও পারদর্শী তিনি। WPL-এর টুইটারে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে লকার রুমে জ্যামিংয়ে মেতেছেন জেমাইমা-হরলিন এবং এপি। দেখে নিন জেমাইমা ও হরলিনের সঙ্গে এপির জ্যামিংয়ের সেই ভিডিয়ো —
? Sound ?
Locker room jam session ft. @JemiRodrigues, @imharleenDeol & @apdhillxn ? ?
Catch him perform LIVE at the grand opening ceremony at the D Y Patil Stadium tonight ✨#TATAWPL pic.twitter.com/z1HWFD5kin
— Women’s Premier League (WPL) (@wplt20) March 4, 2023
নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আজ, শনিবার গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের উদ্বোধনী ম্যাচ রয়েছে। জেমাইমা এ বারের মেয়েদের আইপিএলে খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। অন্যদিকে হরলিনকে ডব্লিউআইপিএলে খেলতে দেখা যাবে গুজরাট জায়ান্সের হয়ে। মেয়েদের আইপিএলের উদ্বোধনী সংস্করণে খেলবে ৫টি দল – মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়র্স।