ICC Test Rankings : সিংহাসনচ্যুত লাবুশেন, টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে রুট; প্রথম দশে নেই কোহলি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 21, 2023 | 3:57 PM

Joe Root: গত ছয় মাস ধরে আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষে ছিলেন মার্নাস লাবুসেন। কিন্তু এ বার তাঁর সিংহাসন কেড়ে নিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট।

ICC Test Rankings : সিংহাসনচ্যুত লাবুশেন, টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে রুট; প্রথম দশে নেই কোহলি
ICC Test Rankings : সিংহাসনচ্যুত লাবুশেন, টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে রুট; প্রথম দশে নেই কোহলি
Image Credit source: ICC

Follow Us

দুবাই : অ্যাসেজের প্রথম টেস্টের পর প্রকাশিত হল আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং (ICC Test Rankings)। সিংহাসনচ্যুত হলেন অজি তারকা মার্নাস লাবুসেন (Marnus Labuschagne)। গত ছয় মাস ধরে আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষে ছিলেন লাবুসেন। কিন্তু এ বার তাঁর সিংহাসন কেড়ে নিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট (Joe Root)। এজবাস্টন টেস্টের পর অ্যাসেজে ১-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড অ্যাসেজের প্রথম টেস্টে হারলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের ৩০তম সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি করেছেন রুট। আইসিসি সেরা ব্যাটারদের তালিকায় প্রথম দশে নেই বিরাট কোহলি। সেখানে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে রয়েছেন ঋষভ পন্থ। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে জো রুট

অ্যাসেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন জো রুট। অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১১৮ রানের অপরাজিত ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেন রুট। সেই সুবাদেই আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাঁর। রুটের অর্জিত রেটিং পয়েন্ট ৮৮৭। এবং অন্যদিকে অজি তারকা মার্নাস লাবুশেন অ্যাসেজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ফেরেন ০-তে। এরপর দ্বিতীয় ইনিংসে ১৩ রানে আউট হন তিনি। ফলে শীর্ষস্থান হারিয়ে তিন নম্বরে নেমে যান লাবুশেন। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮৭৭ এবং ২ নম্বরে পৌঁছে যান কেন উইলিয়ামসন। কিউয়ি অধিনায়কের অর্জিত রেটিং পয়েন্ট ৮৮৩।

আইসিসি টেস্ট ক্রমতালিকায় লাবুশেনের পাশাপাশি অবনতি হয়েছে ট্রাভিস হেড ও স্টিভ স্মিথেরও। একধাপ নেমে ৪-এ পৌঁছেছেন হেড। ৪ ধাপ নেমেছেন স্মিথ। ছয় নম্বরে থাকা স্মিথের অর্জিত রেটিং পয়েন্ট ৮৬১। একাধিক অজি ক্রিকেটারের আইসিসি ব়্যাঙ্কিংয়ে অবনতি হলেও ২ ধাপ এগিয়েছেন উসমান খোয়াজা। ৭ নম্বরে থাকা খোয়াজার রেটিং পয়েন্ট ৮৩৬। আইসিসি ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে একমাত্র রয়েছেন ঋষভ পন্থ। ১০ নম্বরে থাকা পন্থের অর্জিত রেটিং পয়েন্ট ৭৫৮। ১২ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এক ধাপ নেমে ১৪ নম্বরে পৌঁছে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

Next Article