MS Dhoni: দ্রাবিড়ের পর ধোনিই কেন হলেন ভারতের অধিনায়ক? অজানা গল্প শোনালেন দিলীপ বেঙ্গসরকর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 21, 2023 | 3:09 PM

Team India : ধোনিকে ভারতের অধিনায়ক বানানোর সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা তিনি ভালো মতোই প্রমাণ করেছিলেন। আইসিসির ৩টি ট্রফি দেশকে এনে দিয়েছিলেন ধোনি।

MS Dhoni: দ্রাবিড়ের পর ধোনিই কেন হলেন ভারতের অধিনায়ক? অজানা গল্প শোনালেন দিলীপ বেঙ্গসরকর
দ্রাবিড়ের পর ধোনিই কেন হলেন ভারতের অধিনায়ক? অজানা গল্প শোনালেন দিলীপ বেঙ্গসরকর
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৯৮৩ সাল ভীষণ গুরুত্বপূর্ণ। সে বার কপিল দেবের ভারত প্রথম বিশ্বকাপ জিতেছিল। ঠিক তেমনভাবেই ২০০৭ সালটাও ভারতীয় ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সে বারই প্রথম টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। আর চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া প্রথম টি-২০ বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন্সি সামলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আসলে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওডিআই বিশ্বকাপে ভারত হেরে গিয়েছিল। এরপর ভারতের একঝাঁক সিনিয়র ক্রিকেটার টি-২০ বিশ্বকাপের আগে বিশ্রামের সিদ্ধান্ত নেন। তারপরই অধিনায়ক হিসেবে পথচলা শুরু মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)। কীভাবে ধোনিকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল? সেই গল্পই শুনিয়েছেন তখনকার ভারতীয় নির্বাচন কমিটির প্রধান দিলীপ বেঙ্গসরকর (Dilip Vengsarkar)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০০৭ সালের ওডিআই বিশ্বকাপের পর সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রিকেটাররা টি-২০ বিশ্বকাপে খেলতে না গিয়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের দল গঠনের দিন আসতে থাকল। সেই সময় রাহুল, সৌরভ, সচিনদের ছাড়াই একটা তরুণ দল বেছে নেওয়ার দিকে এগোল বিসিসিআই। তখন তরুণ উইকেটকিপার-ব্যাটার মহেন্দ্র সিং ধোনির হাতে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। একদিকে একটা নতুন ফর্ম্যাটে বিশ্বকাপ খেলতে ব্যস্ত ভারত। সেই সময়, ১৪ সেপ্টেম্বর সমস্ত ফর্ম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান রাহুল দ্রাবিড়। ভারতীয় বোর্ডের প্রধান শরদ পাওয়ার ওই সময় সচিন তেন্ডুলকরকে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন। যা প্রত্যাখান করেন সচিন। এবং একইসঙ্গে সচিন তখন ধোনিকে অধিনায়ক বানানোর প্রস্তাব দেন।

ভারতীয় দলের তখনকার নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকর অবশ্য ধোনির ক্যাপ্টেন হওয়ার পিছনে শুধু সচিন তেন্ডুলকরের সুপারিশ ও দক্ষিণ আফ্রিকায় উদ্বোধনী টি-২০ বিশ্বকাপে ভারতকে সাফল্য এনে দেওয়ার তত্ত্বে বিশ্বাসী নন। দিলীপের মতে, ২০০৭ সালে ধোনিকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়ার অন্যতম কারণ ছিল তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। যে কারণে নির্বাচন কমিটি ধোনিকে সাদা বলের ক্রিকেটে স্থায়ী অধিনায়ক বানানোর সিদ্ধান্ত নিয়েছিল।

ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকর এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা সকলেই দেখেছিলাম খেলার প্রতি ধোনির দৃষ্টিভঙ্গি, শারীরিক ভাষা এবং সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। ও কীভাবে সতীর্থদের সঙ্গে কথা বলে এই বিষয়ে আমরা ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলাম।

ধোনিকে ভারতের অধিনায়ক বানানোর সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা তিনি ভালো মতোই প্রমাণ করেছিলেন। আইসিসির ৩টি ট্রফি দেশকে এনে দিয়েছিলেন ধোনি। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ। এরপর ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিয়েছিলেন ধোনি। বরফ-শীতল মস্তিস্কের ধোনি ভারতীয় ক্রিকেটে নিজের ছাপ রাখতে সফল হয়েছেন। ২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। এখন তিনি শুধু খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে।

 

Next Article