কলকাতা: ক্রিকেটপ্রেমীদের মুঠোফোনে ঘুরছে ওডিআই বিশ্বকাপের খসড়া সূচি। গুগলে খোঁজ করলেই দেখা যাচ্ছে আইসিসিকে দেওয়া বিসিসিআইয়ের প্রস্তাবিত বিশ্বকাপ শিডিউল। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ২০২৩ ওডিআই বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সূচি ঘোষণা করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরপরই বিশ্বকাপ সূচি ঘোষণা করা হবে বলে আভাস দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। ওভালের ফাইনাল শেষ হয়েছে ১০ দিন হল। এখনও আইসিসির তরফে সূচি ঘোষিত হয়নি। এর পিছনে অনেকাংশে দায়ি পাকিস্তান। তিনটে ভেনু নিয়ে পাক ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) ঘোর আপত্তি। আপত্তি প্রতিপক্ষ নিয়েও। আইসিসি কি পাকিস্তানের অন্যায় আবদার মেনে নেবে? চূড়ান্ত সূচি ঘোষণা না হলে স্পষ্ট হবে না। এসবের মাঝেই জানা গিয়েছে, কবে নাগাদ সূচি ঘোষণা করতে পারে আইসিসি। এক বিশেষ দিন দেখে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংত্থা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
যত দিন যাচ্ছে, বিশ্বকাপের সূচি নিয়ে অপেক্ষা বাড়ছে ক্রিকেটপ্রেমীদের। আইসিসি ও অংশগ্রহণকারী দেশগুলির কাছে যে খসড়া সূচি পাঠিয়েছে বিসিসিআই তাতে একটি দেশ ছাড়া বাকিদের আপত্তির কথা শোনা যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল, নিরাপত্তাজনিত কারণে আমেদাবাদে ম্যাচ খেলতে রাজি নয় তারা। এছাড়া গ্রুপ পর্বের ম্যাচগুলির জন্য তাদের পছন্দের ভেনু কলকাতা ও চেন্নাই। খসড়া সূচিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের ইচ্ছে অনুযায়ী কলকাতা ও চেন্নাইয়ে ম্যাচ রাখা হয়েছে। তবে ১৫ অক্টোবরের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। পাকিস্তানের তাতে ঘোর আপত্তি। এছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে স্পিন-বান্ধব চেন্নাইয়ের মাঠে খেলতে চায় না পাকিস্তান। আবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে রাজি নয় তারা। আইসিসির পাঠানো সূচিতে এখনও অনুমোদন দেয়নি পাকিস্তান।
পাকিস্তানের অনুমোদনের অপেক্ষা করছে আইসিসি। পিসিবির সবুজ সংকেত পেলেই আইসিসি সূচি ঘোষণা করবে। যতদূর জানা যাচ্ছে, আগামী ২৭ জুন চূড়ান্ত সূচি ঘোষণা করতে পারে আইসিসি। অক্টোবর মাসে টুর্নামেন্ট শুরুর ঠিক ১০০ দিন আগে সূচি ঘোষণা করতে চাইছে আইসিসি।