IND vs ENG: চার বছর পর! লর্ডসে ভারতের বিরুদ্ধে নামছেন জোফ্রা আর্চার
IND vs ENG 3rd Test: জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। যদিও ভারতের তরুণ দলের কাছে এজবাস্টনে ৩৩৬ রানের বিশাল বড় ব্যবধানে হার। ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড পরিকল্পনায় নানা বদল আনছে।

দীর্ঘ চার বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন জোফ্রা আর্চারের। ভারতের বিরুদ্ধে লিডস টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি জোফ্রার। আইপিএলের পরই চোট পেয়েছিলেন। তাঁকে এজবাস্টন টেস্টের স্কোয়াডে রাখা হলেও খেলানো হয়নি। লর্ডসে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে নামছেন জোফ্রা আর্চার। কাল থেকে শুরু হচ্ছে লর্ডস টেস্ট। জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। যদিও ভারতের তরুণ দলের কাছে এজবাস্টনে ৩৩৬ রানের বিশাল বড় ব্যবধানে হার। ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড পরিকল্পনায় নানা বদল আনছে।
ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম আগেই জানিয়েছিলেন, লর্ডসে খেলানো হবে জোফ্রা আর্চারকে। সেখান থেকেই আরও একটা ইঙ্গিত মিলেছিল। প্রথম দুই টেস্টেই ফ্ল্যাট পিচ রেখেছিল ইংল্যান্ড। এজবাস্টনে পিচে তৈরি হওয়া ক্ষতকে দুর্দান্ত কাজে লাগিয়েছিলেন ভারতের দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাডেজা। স্কোর বোর্ডে বা উইকেট কলামে হয়তো তার ছাপ বেশি নেই। তবে এই দুই স্পিনার প্রবল চাপ তৈরি করেছিলেন। হয়তো সেই কারণেই ফ্ল্যাট পিচের ভাবনা থেকে সরে আসছে ইংল্যান্ড।
লর্ডস টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ২০২১ সালে শেষ বার টেস্ট খেলেছিলেন জোফ্রা আর্চার। চোট থেকে ফিরেছেন। কতটা ভয়ঙ্কর হয়ে উঠবেন, তা অবশ্য সময়ই বলবে। লর্ডসে জশ টঙের জায়গায় একাদশে জোফ্রা। এ ছাড়া একাদশে আর কোনও পরিবর্তন করেনি ইংল্যান্ড। অর্থাৎ তাঁদের পেস বোলিং আক্রমণে থাকছেন জোফ্রা আর্চার, ক্রিস ওকস এবং ব্রাইডন কার্স। এ ছাড়া ক্য়াপ্টেন বেন স্টোকস রয়েছেন। প্রয়োজনে তাঁর পাশাপাশি হ্যারি ব্রুকও মিডিয়াম পেস করবেন। একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন শোয়েব বশির। স্পিন বোলিংয়ে আরও একটা বিকল্প রয়েইছে, তিনি জো রুট।
তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের ঘোষিত একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, শোয়েব বশির।
