TV9 বাংলা ডিজাটাল: বিরাট কোহলির আগেই বাবা হলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন (Kane Williamson)। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সন্তানের ছবি শেয়ার করে বাবা হওয়ার খবর জানান উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেননি কেইন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন কিউই অধিনায়ক।
বুধবার সকালে তাঁর ইনস্টাগ্রামে সদ্যজাত কন্যার ছবি শেয়ার করেছেন উইলিয়ামসন। লিখেছেন, “আমাদের পরিবারে মেয়েকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।”
নিউজিল্যান্ডের অধিনায়কের ইনস্টাগ্রাম পোস্টে প্রথম অভিনন্দন জানান সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন সতীর্থ শিখর ধাওয়ান। অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, “তোমাকে এবং তোমার পরিবারকে অভিনন্দন এবং প্রচুর ভালবাসা।” নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসন নতুন অভিভাবকদের অভিনন্দন জানান ইনস্টাগ্রামে। হেসন লিখেছেন, “অভিনন্দন সারা ও কেন, তোমাদের দুজনের জন্যই আমি আনন্দিত।”
আইসিসির পক্ষ থেকে টুইট করে শুভেচ্ছা জানানো হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ককে।
It’s a girl! ?
Congratulations to the New Zealand skipper ❤️
? Kane Williamson pic.twitter.com/EB6v5JDzqz
— ICC (@ICC) December 16, 2020
টুইটারে শুভেচ্ছা জানিয়েছে পোস্ট সানরাইজার্স হায়দরাবাদের।
Congratulations to Kane Williamson and Sarah on being blessed with a baby girl ????#SRHFamily #OrangeArmy #KeepRising pic.twitter.com/cvnzQEqhqK
— SunRisers Hyderabad (@SunRisers) December 16, 2020
সকলের শুভেচ্ছা বার্তায় আপ্লুত কেন-সারা।
২০১৫ সাল থেকে ডেটিং করেছেন কেন-সারা। তাঁরা তাদের সম্পর্ক কখনও মিডিয়ার সামনে নিয়ে আসেননি কেইন। কাছের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে ২০২০ সালের নভেম্বরে নিউজিল্যান্ডে বিয়ে করেন কেইন ও সারা। এবার উইলিয়ামসন পরিবারে এল নতুন সদস্য।