চোট কাটিয়ে নেটে ঘণ্টাখানেক ব্যাটিং স্মিথের

sushovan mukherjee |

Dec 16, 2020 | 5:55 PM

TV9 বাংলা ডিজিটাল– গত কালও মনে হয়েছিল, চাপ বেড়ে গেল অস্ট্রেলিয়ার (Australia)। সে সব কাটিয়ে ট্রেনিংয়ে ফিরলেন স্মিভ স্মিথ (Steve Smith)। পিঠের ব্যথার জন্য আগের দিন ট্রেনিং (training) না করলেও আজ এক ঘণ্টার উপর নেটে ব্যাটিং করেছেন। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে স্মিথের খেলা নিয়ে আর কোনও সংশয় […]

চোট কাটিয়ে নেটে ঘণ্টাখানেক ব্যাটিং স্মিথের
ছবি সৌজন্যে - ক্রিকেট অস্ট্রেলিয়া।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল– গত কালও মনে হয়েছিল, চাপ বেড়ে গেল অস্ট্রেলিয়ার (Australia)। সে সব কাটিয়ে ট্রেনিংয়ে ফিরলেন স্মিভ স্মিথ (Steve Smith)। পিঠের ব্যথার জন্য আগের দিন ট্রেনিং (training) না করলেও আজ এক ঘণ্টার উপর নেটে ব্যাটিং করেছেন। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে স্মিথের খেলা নিয়ে আর কোনও সংশয় নেই।

অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন টিম পেইন বুধবার সকালে প্রেস মিটে বলেছেন, ‘স্মিথের পিঠের ব্যথা নতুন নয়। এর আগেও হয়েছে। ও খুব ভালো করে জানে, কখন ওকে ট্রেনিং করতে হবে। সেই মতো আজ সকালে নেমে পড়েছে।’

 

 

ডেভিড ওয়ার্নার চোটের জন্য খেলতে পারছেন না অ্যাডিলেড টেস্ট। ফলে ব্যাটিং গভীরতা নিয়ে কিছুটা হলেও চাপে রয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে স্মিথের না খেলতে পারলে চাপে পড়ে যেত তারা। স্মিথ এমনিতেও দারুণ ছন্দে রয়েছেন। ব্যাটিং গ্রিপ বদলানোর পর থেকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে তাঁকে। এই স্মিথ যে টেস্টেও অজি টিমকে টানবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন – বিরাটদের কাছে আগ্রাসন চাইছি

টিম পেইন বলেছেন, ‘ওর ঠিকঠাক ট্রেনিং করেছে। গত সপ্তাহের থেকেও ভালো ব্যাটিং করেছে নেটে। তাই আমার মনে হয়, একটা দিন ছুটি ওকে আরও ফ্রেশ করে দেবে।’

Next Article