প্রয়োজনে স্লেজিংও করবেন অস্ট্রেলিয়া ক্যাপ্টেন

Dec 16, 2020 | 5:47 PM

অ্যাডিলেডে প্রথম টেস্টের আগেই অজি অধিনায়ক বলছেন প্রয়োজন হলে বিরাট কোহলিকে স্লেজিং করবেন তিনি।

প্রয়োজনে স্লেজিংও করবেন অস্ট্রেলিয়া ক্যাপ্টেন
ছবি-টুইটার

Follow Us

TV9 বাংলা ডিজিটাল : যদি প্রয়োজন পড়ে বিরাট কোহলিকে স্লেজিং করতে পিছুপা হবে না অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন। গত বারের সিরিজেও দুই ক্যাপ্টেন একে অপরের বিরুদ্ধে যথেষ্ট উত্তেজক ছিলেন। এ বারও সেই দৃশ্য দেখা যেতে পারে। অজি ক্যাপ্টেন টিম পেইন (Tim Paine) তো বলেই দিয়েছেন, ‘আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামি। সেই অনুযায়ীই খেলি। যদি পরিস্থিতি অন্য রকম হয়, যদি আরও বেশি আগ্রাসন দেখানোর দরকার পড়ে, আমরা কিন্তু দ্বিতীয়বার ভাবব না।’ বিরাট কোহলি (Virat Kohli) অবশ্য উল্টো মেরুতে। তিনি স্লেজিংয়ের প্রয়োজন আছে বলে মনে করছেন না। কারণ, করোনার জন্য মানুষের মনোভাব অনেকটাই পাল্টে গিয়েছে।

 

আরও পড়ুন: চাপ কাটিয়ে নেটে ঘণ্টাখানেক ব্যাটিং স্মিথের

এ দিকে যতই ফর্মে না থাকুন, জো বার্নসেই আস্থা ক্যাপ্টেনের। সেই সঙ্গে টেস্টে অভিষেক হতে চলেছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। এ ছাড়া অস্ট্রেলিয়া টিমে তেমন কোনও বদল থাকছে না। এমনিতেও খুব বেশি পরিবর্তন চাইছেন না অজি ক্যাপ্টেন।
গত বার টিম পেইনের অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম বার ক্যাঙারুদের দেশে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এ বারের এই সিরিজ যে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বদলারও। কাল অ্যাডিলেডে প্রথম টেস্টে নেমে পড়ার আগে পেইনের ব্যাখ্যা, ‘স্থায়িত্ব ক্রিকেটে তো বটেই, খেলার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ শব্দ। যে টিমে এটা যত বেশি, তারা তত ভালো পারফর্ম করে। আমরা গত দু’বছর ধরে এই স্থায়িত্বটা অর্জন করেছি।’

আরও পড়ুন: বিরাটদের কাছে আগ্রাসন চাইছি

স্মিথের বদলে টিমের ক্যাপ্টেন্সি নিলেও পেইনের এখনও টেস্টে একটাও সেঞ্চুরি নেই। গড় তিরিশের সামান্য বেশি। তাঁর মতো লো-প্রোফাইল ক্যাপ্টেনও খুব বেশি দেখতে পাওয়া যায়নি অস্ট্রেলিয়ায়। পেইন বলছেন, ‘ক্যাপ্টেন হিসেবে আমার দায়িত্বটুকু আমি সব সময় পালন করার চেষ্টা করি। আর সেই সঙ্গে টিমের প্রয়োজনে কিছু রান করার চেষ্টা করি।’

Next Article