Kapil Dev On Virat: বিরাটকে বিঁধলেন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 18, 2021 | 6:48 PM

৯৮৩ সালের ওয়ান ডে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের সোজা দর্শন, 'এত তাড়াতাড়ি এত একটা সিদ্ধান্ত ঘোষণা করার কোনও দরকার ছিল না। বিরাট দারুণ প্লেয়ার। একটা পুরো মরসুমেও যদি ও ভালো খেলতে না পারে, তা হলেও কিন্তু এটা পাল্টে যাবে না যে ও বড় প্লেয়ার, একই সঙ্গে দারুণ ক্যাপ্টেনও।'

Kapil Dev On Virat: বিরাটকে বিঁধলেন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল
কপিল দেব ও বিরাট কোহলি। ছবি: টুইটার

Follow Us

নয়াদিল্লি: কে ক্যাপ্টেন থাকবেন, কে থাকবেন না, তা ঠিক হবে তাঁর সাফল্য আর নির্বাচকদের উপর নির্ভর করে। কেউ কেউ বিরাট কোহলির মতোও থাকেন, যাঁরা স্বেচ্ছায় ছেড়ে দিতে পারেন নিজের ক্যাপ্টেন্সি। এটাকে কী ভাবে ব্যাখ্যা করা উচিত? কপিল দেব (Kapil Dev) অবাক হয়ে যাচ্ছেন এই প্রজন্মের ক্রিকেটারদের দেখে। যাঁরা নিজেরাই ঠিক করে নিচ্ছেন, কী করবেন, কী করবেন না!

বিরাট টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) পর আর দেশের নেতৃত্ব দেবেন না টি-টোয়েন্টিতে। যা শুনে কপিলের যুক্তি, ‘আমি কখনও ভাবিনি, এই রকম কিছু ঘটতে পারে। আজকাল দেখছি ক্রিকেটাররাই ঠিক করে নেয়, কী করবে, কী করবে না! আমার তো মনে হয়, নির্বাচকদেরও এই ব্যাপারে মতামত থাকা উচিত। ক্রিকেটারদের এইরকম বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচক ও বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করা উচিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।’

১৯৮৩ সালের ওয়ান ডে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের সোজা দর্শন, ‘এত তাড়াতাড়ি এত একটা সিদ্ধান্ত ঘোষণা করার কোনও দরকার ছিল না। বিরাট দারুণ প্লেয়ার। একটা পুরো মরসুমেও যদি ও ভালো খেলতে না পারে, তা হলেও কিন্তু এটা পাল্টে যাবে না যে ও বড় প্লেয়ার, একই সঙ্গে দারুণ ক্যাপ্টেনও।’

সেই সঙ্গে কপিল এও মনে করছেন, বিরাট যদি নির্বাচকদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তা হলে ঠিক আছে। তাঁর কথায়, ‘ও যদি নির্বাচক ও বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়ে থাকে, তা হলে ঠিক আছে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার এ নিয়ে কিছু বলার নেই। শুধু বলব, ওয়েল ডান, ক্রিকেট মাঠে দেশের দায়িত্বটা তুমি যথাযথ পালন করেছ। কেরিয়ারে আরও ভালো খেলুক। আরও এগিয়ে যাক।’

বিরাট নিজের ক্যাপ্টেন্সি ছাড়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। যা একেবারেই নিতে পারছেন না কপিল। ‘ও আর ক্যাপ্টেন থাকতে চায় না, নিজের সিদ্ধান্ত স্পষ্ট কথায় জানিয়েও দিয়েছে। এতে কোনও সমস্যা নেই। ধোনিও তো তাই করেছিল। কিন্তু আমার একটাই প্রশ্ন, এত বড় একটা সিদ্ধান্ত কেন টুইটারের মাধ্যমে জানাতে হবে? এটা আমি বুঝতে পারছি না।’

 

আরও পড়ুন: India Coach: বিরাটদের কোচের প্রস্তাব ফেরালেন জয়বর্ধনে

Next Article