দেশকে নিজের থেকে এগিয়ে রাখার বার্তা, সৌরভ-বিরাটের জন্য পরামর্শও কপিল দেবের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 27, 2022 | 8:00 AM

Kapil Dev on Sourav Ganguly and Virat Kohli: সৌরভ বনাম বিরাটের এই ঝামেলার একটা নিস্পত্তি চান ৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক। দেশ যে কোনও ব্যাক্তির ঊর্ধ্বে, এ কথা বলার পাশাপাশি সৌরভ-বিরাটকে এই বিতর্ক মেটানোর উপায়ও বলে দিলেন কপিল।

দেশকে নিজের থেকে এগিয়ে রাখার বার্তা, সৌরভ-বিরাটের জন্য পরামর্শও কপিল দেবের
দেশকে নিজের থেকে এগিয়ে রাখার বার্তা, সৌরভ-বিরাটের জন্য পরামর্শও কপিল দেবের (Pic Courtesy - Twitter)

Follow Us

নয়াদিল্লি: দেশের হয়ে খেলার স্বপ্ন কোন ক্রিকেটারই বা দেখে থাকে! দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ার জন্য কম কাঠখড় পোড়াতে হয় না। ভারতের (India) জার্সি গায়ে চাপিয়ে খেলার অনুভূতিটাও হয় আলাদা। তা বেশ ভালো ভাবেই জানেন, ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। ভারতীয় ক্রিকেটে এখন বোর্ড (BCCI) বনাম বিরাট (Virat Kohli) দ্বন্দ্বের যে অধ্য়ায়টা বলছে, বলা ভালো সৌরভ (Sourav Ganguly) বনাম বিরাটের এই ঝামেলার একটা নিস্পত্তি চান ৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক। দেশ যে কোনও ব্যাক্তির ঊর্ধ্বে, এ কথা বলার পাশাপাশি সৌরভ-বিরাটকে এই বিতর্ক মেটানোর উপায়ও বলে দিলেন কপিল।

দ্য উইক ম্যাগাজিনে কপিল দেব বলেন, “ওদের নিজেদের মধ্যে সমস্যাটা এ বার মিটিয়ে ফেলা উচিত। ফোন করো, একে অপরের সঙ্গে কথা বলো, এটা খুব দরকার। তোমরা নিজেদের আগে দেশের স্বার্থকে রাখো। ভারতীয় ক্রিকেটের জন্য অন্তত সব মিটমাট করে নাও।”

নেতা বিরাটের রেকর্ড কিন্তু যথেষ্ট ঈর্ষনীয়। ঝুলিতে নেই কম সাফল্য। কিন্তু বিরাটকে ক্যাপ্টেন্সি ছাড়ার ব্যাপারে আরও পরিণতবোধ দেখাতে হত মনে করছেন কপিল। তিনি বলেন, “শুরুর দিকে আমিও যা চাইতাম সব কিছুই পেয়েছি। তবে কখনও কখনও সবকিছু নাও পেতে পারো। কিন্তু তার মানে এই নয় যে, তুমি ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে। যদি এই কারণেই ও ক্যাপ্টেন্সি ছেড়ে থাকে, তবে কিন্তু আমি জানি না কী বলা উচিত।”

যত চর্চাই চলুক না কেন। বিরাট কিন্তু এখন অধিনায়কের দায়িত্ব থেকে মুক্ত। ফলে ব্যাটার বিরাটের এ বার পালা, ফের একাধিক রেকর্ড গড়া ও রেকর্ড ভাঙার। কপিলও চান রানের খরা কেটে গিয়ে জ্বলে উঠুক বিরাটের ব্যাট। তিনি বলেন, “ও অসাধারণ ক্রিকেটার। আমি ওকে দীর্ঘদিন ক্রিকেট খেলতে ও অনেক রান করতে দেখতে চাই। বিশেষ করে টেস্ট ক্রিকেটে।”

আরও পড়ুন: ICC ODI Rankings: দ্বিতীয় স্থান ধরে রাখলেন বিরাট, তিনেই রোহিত, উন্নতি ডি’কক-ডুসেনের

Next Article
Republic Day 2022: জন্টি-গেইলকে বার্তা মোদীর, প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছার ঢল
‘বিরাটের ২-৩ মাসের বিরতি নেওয়া প্রয়োজন’ বলছেন রবি শাস্ত্রী