AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karun Nair: ফর্মে নেই করুণ নায়ার, ইংল্যান্ড সফরের মাঝেই বদলে ফেললেন দল

Indian Cricket News: ভারতীয় ক্রিকেট প্রেমীরা দাবি তুলেছিলেন টেস্ট ক্রিকেটেও ফেরানো হোক করুণ নায়ারকে। ইংল্যান্ড সফরের দলে সুযোগ পেয়েছেন। যদিও প্রথম তিন টেস্টে তাঁর সর্বাধিক স্কোর ৪০।

Karun Nair: ফর্মে নেই করুণ নায়ার, ইংল্যান্ড সফরের মাঝেই বদলে ফেললেন দল
Image Credit: PTI
| Updated on: Jul 21, 2025 | 3:35 PM
Share

ঘরোয়া মরসুমে দুর্দান্ত পারফরম্যান্স। সব ফরম্যাট মিলিয়ে ৯টি সেঞ্চুরি করেছিলেন। দীর্ঘ সময় পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও টিম পান। খেলার সুযোগও। প্রত্যাবর্তন ম্যাচে দুর্দান্ত পারফর্মও করেছিলেন। ক্রিকেটের কাছে যে দ্বিতীয় সুযোগ চেয়েছিলেন, ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে সেটা পেয়েছিলেনও। ভারতীয় ক্রিকেট প্রেমীরা দাবি তুলেছিলেন টেস্ট ক্রিকেটেও ফেরানো হোক করুণ নায়ারকে। ইংল্যান্ড সফরের দলে সুযোগ পেয়েছেন। যদিও প্রথম তিন টেস্টে তাঁর সর্বাধিক স্কোর ৪০। তৃতীয় ম্যাচে সুযোগ পাবেন কি না নিশ্চিত নয়। এর মাঝেই দল বদল করলেন করুণ নায়ার।

কর্ণাটকের ক্রিকেটার। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফর্মের কারণে রাজ্য দল থেকে বাদ পড়েছিলেন। দ্বিতীয় সুযোগ খুঁজছিলেন। অন্যান্য টিমে ট্রাই করেন। অবশেষে বিদর্ভ তাঁকে সেই সুযোগটা দেয়। বিদর্ভের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন গত মরসুমে। যে কারণে, জাতীয় দলেও প্রত্যাবর্তন হয়েছিল। আগামী মরসুমে ফিরছেন নিজের রাজ্যেই। ক্রিকেট ওয়েব সাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, কর্ণাটকেই ফিরছেন করুণ নায়ার।

শুধু তাই নয়, কর্ণাটকের এক ক্রিকেটার বাসুকি কৌশিক কর্ণাটক ছেড়ে গোয়ায় যোগ দিচ্ছেন। তাঁকে নো অবজেক সার্টিফিকেটও দিয়েছে কর্ণাটক ক্রিকেট সংস্থা। গোয়া টিমে রয়েছেন মুম্বইয়ের পেস বোলিং অলরাউন্ডার তথা সচিন তেন্ডুলকর পুত্র অর্জুন তেন্ডুলকর। বাসুকি কৌশিকের যোগ দেওয়ায় টিম আরও শক্তিশালী হল বলাই যায়।