IPL 2021: মরুশহরে জয়ের হ্যাটট্রিকের সামনে শাহরুখের দল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 26, 2021 | 9:14 AM

সুপার সানডে-তে সামনে ধোনির চেন্নাই সুপার কিংস। সিএসকে চলতি আইপিএলে দুরন্ত ছন্দে। দ্বিতীয় পর্যায়েও জোড়া জয় দিয়ে মরুশহরে অভিযান শুরু করেছেন ধোনিরা। সিএসকের বিরুদ্ধে মাঠে নামার আগে তাই সতর্ক ম্যাকালামের ছেলেরা। চেন্নাইকে হারালে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার পাশাপাশি প্লে অফের আশাও টিকে থাকবে।

IPL 2021: মরুশহরে জয়ের হ্যাটট্রিকের সামনে শাহরুখের দল
কলকাতা নাইট রাইডার্স। ছবি: টুইটার

Follow Us

আবু ধাবি: আইপিএলের (IPL) দ্বিতীয় পর্যায় শুরুর আগেও অতি বড় সমর্থকরা ভাবেননি এমনটা হতে পারে। দ্বিতীয় পর্বের শুরুতেই জোড়া জয়। তাও আবার বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি (RCB), রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে। এই পাল্টে যাওয়া কলকাতা নাইট রাইডার্সে একজনই অনুঘটক। তিনি ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। বাঁ-হাতি ওপেনার কেকেআরের খোলনলচে একাই পাল্টে দিলেন। তাঁর ভয়ডরহীন ক্রিকেট মর্গ্যানের (Eoin Morgan) দলের সম্পদ।

সুপার সানডে-তে সামনে ধোনির চেন্নাই সুপার কিংস। সিএসকে চলতি আইপিএলে দুরন্ত ছন্দে। দ্বিতীয় পর্যায়েও জোড়া জয় দিয়ে মরুশহরে অভিযান শুরু করেছেন ধোনিরা। সিএসকের বিরুদ্ধে মাঠে নামার আগে তাই সতর্ক ম্যাকালামের ছেলেরা। চেন্নাইকে হারালে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার পাশাপাশি প্লে অফের আশাও টিকে থাকবে। ৯ ম্যাচে নাইটদের ঝুলিতে ৮ পয়েন্ট। যা পরিস্থিতি, তাতে প্রতিটা ম্যাচই একরকম ডু অর ডাই মর্গ্যানদের কাছে। ধোনিদের বিরুদ্ধে ম্যাচেও উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইছে নাইট টিম ম্যানেজমেন্ট।

তবে কেকেআর আর সিএসকে দুই শিবিরকেই চিন্তায় রাখবে মরুশহরের আবহাওয়া। তামপাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আর্দ্রতা ৫৫ শতাংশ। তার ওপর ম্যাচ দুপুরে। উইকেট ব্যাটসম্যানদের পক্ষে হলেও কিছুটা টার্ন করতে পারে। তাই স্পিনারদের অ্যাডভান্টেজ কিছুটা হলেও থাকবে। সিএসকের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২৬ বার মুখোমুখি হয়েছে কেকেআর। তার মধ্যে ১৬ বারই জিতেছে চেন্নাই। কলকাতা ৯ বার। মরুশহরে দু’বারের সাক্ষাতে দুই দলই একবার করে জিতেছে।

 

আরও পড়ুন: India Vs England: সামনের বছর জুলাইয়ে বাতিল টেস্ট খেলবেন কোহলি-রুটরা

Next Article