India Vs England: সামনের বছর জুলাইয়ে বাতিল টেস্ট খেলবেন কোহলি-রুটরা

ভারতীয় ক্রিকেট দলের ফিজিও যোগেশ পারমারের (Yogesh Parmar) কোভিড রিপোর্ট (Covid-19) পজিটিভ হয় ম্যাঞ্চেস্টার টেস্ট (Manchester Test) শুরুর আগে। সিরিজের শেষ টেস্টের দিন সকালে দুই বোর্ডের আলোচনার পর টেস্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

India Vs England: সামনের বছর জুলাইয়ে বাতিল টেস্ট খেলবেন কোহলি-রুটরা
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। ছবি: টুইটার

লন্ডন: বাতিল হওয়া টেস্ট ইংল্যান্ড (England) সফরেই খেলবে ভারত। দীর্ঘ আলোচনার পর এমনই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড (BCCI)। বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট (Manchester Test) সামনের বছর জুলাইতে ইংল্যান্ড সফরেই খেলবেন কোহলিরা (Virat Kohli)। সামনের বছর জুলাইয়েই ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত। তখনই বাতিল হওয়া এই একটা টেস্ট ম্যাচ খেলবে দুই দেশ। তবে এই টেস্ট ম্যাচ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের অংশ হবে নাকি শুধুমাত্র এক টেস্ট ম্যাচের সিরিজ হবে তা এখনও ঠিক হয়নি। ওই টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণ করবে আইসিসি (ICC)।

ভারতীয় ক্রিকেট দলের ফিজিও যোগেশ পারমারের (Yogesh Parmar) কোভিড রিপোর্ট (Covid-19) পজিটিভ হয় ম্যাঞ্চেস্টার টেস্ট (Manchester Test) শুরুর আগে। সিরিজের শেষ টেস্টের দিন সকালে দুই বোর্ডের আলোচনার পর টেস্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। যা নিয়ে শুরু হয় অনেক সমালোচনা। ফিজিওর করোনা সংক্রমণের পরই আর মাঠে নামতে চাননি কোহলিরা। সূত্রের খবর, পরিবার নিয়ে ইংল্যান্ডে থাকায় পরিবারের সদস্যদের মধ্যে করোনা সংক্রমণের ভয় পান রোহিত-কোহলিরা। এরপরই টেস্ট বাতিলের পথে হাঁটে ভারতীয় ক্রিকেট বোর্ড। সিরিজের শেষ টেস্ট বাতিল হওয়ায় আইপিএল খেলতে আসেননি ইংল্যান্ডের ৩ ক্রিকেটার। বেয়ারস্টো, মালান, ওকসরা প্রতিবাদ জানিয়ে চলতি আইপিএল থেকে নিজেদের সরিয়ে নেন। ম্যাঞ্চেস্টার টেস্ট শুরুর আগে সিরিজে ২-১ এগিয়ে ছিলেন কোহলিরা। ফলে শেষ টেস্ট না হওয়ায় সিরিজের ভাগ্যও ঝুলে রয়েছে।

দুই দেশের দীর্ঘ আলোচনার পর অবশেষে ঠিক হয়েছে, ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ড সফরে বাতিল হওয়া টেস্ট ম্যাচ খেলবে ভারত-ইংল্যান্ড। কিন্তু সেটা এই সিরিজের অংশ হবে কিনা; তা নির্ধারণ করবে আইসিসি (ICC)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) অংশ হলে সেক্ষেত্রে সিরিজের প্রভাব অনেকটাই বেড়ে যাবে।

 

আরও পড়ুন: Pele Health: হাসপাতালে তাস খেলছেন পেলে

Read Full Article

Click on your DTH Provider to Add TV9 Bangla