IPL 2021: সুপার সানডে-তে বিরাট-রোহিত মেগা টক্কর
৩০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে মুম্বই জিতেছে ১৯ বার। বাকি ১১ বার বেঙ্গালোর। সংযুক্ত আরব আমিরশাহিতে ৩ বারের মধ্যে ২ বার জিতেছেন বিরাটরা। দুবাইয়ের ২২ গজে ২টো ম্যাচেই জিতেছে বিরাট।
দুবাই: রোহিত শর্মা (Rohit Sharma) আর বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএল (IPL) দ্বিতীয় পর্বের শুরুটা কারওরই ভালো হয়নি। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (Royal Challengers Bangalore)। দুটো দলকে হারতে হয়েছে একই প্রতিপক্ষের বিরুদ্ধে। মুম্বই হেরেছে সিএসকে (CSK) আর কেকেআরের (KKR) কাছে। আরসিবিও হেরেছে কেকেআর আর সিএসকের কাছে। দুটো দলের ম্যাচ সংখ্যাও এক। শুধু ফারাক পয়েন্টে। ৯ ম্যাচে বিরাটের দলের সংগ্রহ ১০ পয়েন্ট। মুম্বইয়ের সংগ্রহ ৮ পয়েন্ট।
সুপার সানডে-তে (Super Sunday) দুই হেভিওয়েটের লড়াই ঘিরে চড়ছে পারদ। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নিতে চান দুই ক্রিকেটারই। ক্যাপ্টেন কোহলির এটাই শেষ আইপিএল (IPL)। নেতৃত্বের ভার ছাড়ছেন পরের বছর। এমনকি কুড়ি ওভারের ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটেও বিশ্বকাপের পর আর নেতৃত্ব দেবেন না বিরাট। সিএসকের বিরুদ্ধে তিনি রানে ফিরলেও, দলের ব্যর্থতা কাটেনি। ভালো শুরু হলেও সেই ধারাবাহিকতা দেখাতে পারেনি দল। ম্যাচ শেষে ড্রেসিংরুমে মেজাজও দেখান ক্যাপ্টেন কোহলি। প্লে অফে পৌঁছতে হলে, ম্যাচ জয়ের পাশাপাশি রান রেটের দিকেও নজর রাখতে হবে। মরিয়া কোহলি মরুশহরে হারের রেকর্ড থেকে বেরিয়ে আসতে প্রতিজ্ঞাবদ্ধ। আরবের মাঠে টানা ৭ ম্যাচ হেরেছে আরসিবি। সেই খরা কাটানোই চ্যালেঞ্জ বিরাটদের।
অন্যদিকে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) পয়েন্ট টেবিলের প্রথম পাঁচেও নেই। রোহিত, ডি’ককদের কাছে ফিরে আসার প্রবল চ্যালেঞ্জ। জয়ের ধারে কাছে না থাকা আরসিবির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চান হিটম্যানরা। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই বাড়তি নজর মুম্বই থিঙ্ক ট্যাঙ্কের। এগারো জনের দলে দেখা যেতে পারে কয়েকটি পরিবর্তন। হার্দিক পান্ডিয়াকে খেলানোর ভাবনা রয়েছে মুম্বই শিবিরের। তাঁর অভাব দুটো ম্যাচেই টের পেয়েছেন রোহিতরা।
৩০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে মুম্বই জিতেছে ১৯ বার। বাকি ১১ বার বেঙ্গালোর। সংযুক্ত আরব আমিরশাহিতে ৩ বারের মধ্যে ২ বার জিতেছেন বিরাটরা। দুবাইয়ের ২২ গজে ২টো ম্যাচেই জিতেছে বিরাট। পরিসংখ্যান পাল্টে দেওয়ার চ্যালেঞ্জ দুই দলের সামনেই। সুপার সানডে-র হাড্ডাহাড্ডি ম্যাচে কোন দল শেষ হাসি হাসবে সেটাই এখন দেখার।
আরও পড়ুন: BCCI: প্রাক্তনদের পেনশন স্কিমে নয়া প্রস্তাব আনছে সৌরভের বোর্ড