KKR IPL 2022 Live Updates: জানুন দিনভর কেকেআরের খুঁটিনাটি খবর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 18, 2022 | 8:08 PM

Kolkata Knight Riders IPL 2022 Live in Bengali: আসন্ন আইপিএলের আগে কেমন প্রস্তুতি হচ্ছে নাইটদের, জানতে দেখুন কেকেআরের লাইভ আপডেট।

KKR IPL 2022 Live Updates: জানুন দিনভর কেকেআরের খুঁটিনাটি খবর
জানুন দিনভর কেকেআরের খুঁটিনাটি খবর

Follow Us

কলকাতা: আইপিএলের (IPL) দামামা বেজে গিয়েছে। হাতে গোনা আর এক সপ্তাহ বাকি এ বারের আইপিএল শুরু হতে। চলতি বছরে দেশের মাটিতেই বসতে চলেছে আইপিএল ১৫-র আসর। করোনা আবহে দেশের মাঠে এ বারের আইপিএল আয়োজন করছে বিসিসিআই। মুম্বইতে হবে আইপিএলের ৫৫টি ম্যাচ। এবং পুনেতে হবে ১৫টি ম্যাচ। ২৬ মার্চ গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রানার্স আপ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। ৬৫ দিনের মধ্যে মোট ৭০টি লিগের ম্যাচ এবং ৪টি প্লে অফের ম্যাচ খেলা হবে। আইপিএল-১৫-তে গ্রুপ পর্যায়ে মোট ১৪টি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। এ বার নাইটদের নেতৃত্ব দেবেন দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার। আইপিএলের মেগা নিলাম থেকে শ্রেয়সকেই সব থেকে বেশি টাকা দিয়ে কিনেছে কেকেআর। ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে দলে নিয়ে ক্যাপ্টেন্সির গুরুদায়িত্ব দিয়েছে কেকেআর শিবির।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 18 Mar 2022 05:46 PM (IST)

    ক্যাপ্টেন শ্রেয়স হাজির

    কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে হাজির তাদের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার।

  • 18 Mar 2022 04:48 PM (IST)

    কেকেআর ওয়ালি হোলি…


  • 18 Mar 2022 02:31 PM (IST)

    রঙের উৎসবে মেতে উঠেছে নাইট আর্মি

    আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কেকেআরের প্লেয়াররা আজ হোলিতে মেতে উঠেছে রঙের খেলায়। দেখুন তারই কিছু ছবি…

  • 18 Mar 2022 02:27 PM (IST)

    নাইটদের নতুন জার্সিতে কেমন লাগছে ক্যাপ্টেন শ্রেয়সকে? দেখুন ছবি

  • 18 Mar 2022 11:30 AM (IST)

    হোলির দিন প্রকাশ্যে এল নাইটদের নতুন জার্সি

    কেকেআরের নতুন জার্সির উদ্বোধন হল আজ। উপস্থিত ছিলেন নাইটদের নেতা শ্রেয়স আইয়ার।

  • 18 Mar 2022 10:47 AM (IST)

    জার্সি উদ্বোধনের আগেই নেটদুনিয়ায় ছবি ভাইরাল… এ কী কান্ড!

    নাইটদের নতুন জার্সি উদ্বোধনের আগেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল ছবি…

  • 18 Mar 2022 10:00 AM (IST)

    এক নজরে কেকেআর স্কোয়াড

    আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ৪ ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল কেকেআর। নিলামশেষে ২৩ জনের দল গড়েছে নাইটরা।

    কেকেআর স্কোয়াড:

    1. আন্দ্রে রাসেল,
    2. বরুণ চক্রবর্তী,
    3. ভেঙ্কটেশ আইয়ার,
    4. সুনীল নারিন,
    5. শ্রেয়স আইয়ার,
    6. নীতীশ রানা,
    7. প্যাট কামিন্স,
    8. শিবম মাভি,
    9. শেল্ডন জ্যাকসন,
    10. অজিঙ্ক রাহানে,
    11. রিংকু সিং,
    12. রশিখ দার,
    13. বাবা ইন্দ্রজিৎ,
    14. চামিকা করুণারত্নে,
    15. অভিজিৎ তোমর,
    16. প্রথম সিং,
    17. অশোক শর্মা,
    18. স্যাম বিলিংস,
    19. অ্যারন ফিঞ্চ,
    20. টিম সাউদি,
    21. রমেশ কুমার,
    22. উমেশ যাদব,
    23. আমন খান।
  • 18 Mar 2022 09:52 AM (IST)

    নাইটপ্রেমীদের জন্য সুখবর

    আজ, সকাল ১১টা নাগাদ সারপ্রাইজ নিয়ে কেকেআরের সোশ্যাল মিডিয়াতে হাজির হতে চলেছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার।

IPL 2022: চাপহীন বিরাট কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে, কে সতর্ক করছেন আইপিএল টিমগুলোকে?
IPL 2022: আইপিএল ১৫ কেন বড় পরীক্ষা সামির?