কলকাতা: এ যেন বিরাট সমারোহ। আম্বালায় ২৬ বছর বয়সী বৈভব আরোরা (Vaibhav Arora) পৌঁছতেই তাঁকে নিয়ে মাতামাতি শুরু। কিন্তু কেন? এ বারের আইপিএল খেতাব জয়ী কেকেআর (KKR) টিমের সদস্য যে তিনি। তাই তিনি নিজের হোমটাউনে ফিরতেই সেখানকার বাসিন্দারা মেতে উঠলেন উচ্ছ্বাসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলারকে শুভেচ্ছায় এবং ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন হরিয়ানার আম্বালার বাসিন্দারা।
গাঁদা ফুলের মালায় ভরে যায় নাইট তারকা বৈভব আরোরার গলা। আম্বালায় তাঁর পরিচিতরা তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। সকলেই নাইট তারকার সঙ্গে সেলফি নেওয়ার জন্য ভিড় জমাতে থাকেন। হাসিমুখে সকলের আবদার মেটান কেকেআরের তারকা। বৈভবের বন্ধুরা তাঁর জন্য বিশেষ কেকের আয়োজনও করে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও ভাইরাল হয়েছে।
Vaibhav Arora gets a hero’s welcome to his hometown after IPL win. 🏆pic.twitter.com/PhWOMk76Y6
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 1, 2024
১৭তম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের তারকা বোলার বৈভর আরোরা ১০টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তাতে তিনমি ২৭৬ রান খরচ করে নেন ১১টি উইকেট। চিপকে আইপিএলের ফাইনালে ৩ ওভার বল করে ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। চিপকে হওয়া আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেডকে গোল্ডেন ডাক করেন কেকেআরের বৈভব আরোরা।
Special cake arranged for Vaibhav Arora by his friends to welcome the IPL Champion. pic.twitter.com/EQcLQToLhH
— KnightRidersXtra (@KRxtra) May 31, 2024
২০২১ সালের আইপিএলের আগে নিলামে বৈভবকে কেনে কেকেআর। এরপর ২০২২ সালে তিনি পঞ্জাব কিংস শিবিরে খেলেছিলেন। তারপর ফের ২০২৩ সাল থেকে কেকেআরের সদস্য বৈভব। এ বার নাইট জার্সিতে প্রথম আইপিএল খেতাব জিতলেন হিমাচল প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা বৈভব।