কলকাতা : ইডেনে আজ বীর-জারার দ্বৈরথ। চলতি আইপিএলে (IPL 2023) ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অন্যদিকে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসও (Punjab Kings) খুব যে ভালো পারফর্ম করছে তেমনটা নয়। আইপিএলে শাহরুখ খানের দল ও প্রীতি জিন্টার দলের ম্যাচ থাকলে ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা আলাদা উত্তেজনা থাকে। এ বারের আইপিএলে দুই দলই এখনও অবধি ১০টি করে ম্যাচে খেলেছে। তার মধ্যে কেকেআর জিতেছে ৪ ম্যাচে, হেরেছে ৬ ম্যাচে। অন্যদিকে পঞ্জাব জিতেছে ৫টি ম্যাচে। হেরেছেও ৫টি ম্যাচে। উল্লেখ্য, এ বারের আইপিএলে শেষ সাক্ষাতে মোহালিতে ডিএলএস মেথডে কেকেআরকে হারিয়েছিল পঞ্জাব। কেকেআর নিজেদের শেষ ম্যাচে ৫ রানে হায়দরাবাদকে হারিয়েছিল। অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে ৬ উইকেটে হেরেছিল পঞ্জাব। এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আজ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —
১) নীতীশ রানা – কেকেআরের বর্তমান অধিনায়ক নীতীশ রানার আইপিএলে ২৫০০ রান পূর্ণ করার জন্য আর ৪৪ রান প্রয়োজন। ফলে ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটা হাফসেঞ্চুরি রানাকে এই মাইলস্টোন স্পর্শ করতে সাহায্য করবে।
২) আন্দ্রে রাসেল – আইপিএলে ১৫০টি চারের মাইলস্টোন পূর্ণ করতে হলে আন্দ্রে রাসেলের ব্যাটে আর ৩টি চার প্রয়োজন। একইসঙ্গে টি-২০ ক্রিকেটে ৪০০টি উইকেটের রেকর্ড পূর্ণ করার জন্য রাসলকে আর ৩টি উইকেট নিতে হবে। আইপিএলে উইকেটের সেঞ্চুরির জন্য রাসেলের প্রয়োজন আর ৪টি উইকেট।
৩) সুনীল নারিন – কেকেআরের মিস্ট্রি স্পিনার সুনীল নারিন ইডেনে আজ টি-২০ কেরিয়ারের ৪৫০তম ম্যাচে নামবেন।
৪) টিম সাউদি – আইপিএলে উইকেটের হাফসেঞ্চুরি থেকে টিম সাউদি ৩টি উইকেট দূরে রয়েছেন।
৫) ভেঙ্কটেশ আইয়ার – টি-২০ ক্রিকেটে ২০০টি চারের রেকর্ড থেকে ২টি চার দূরে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।
৬) লকি ফার্গুসন – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেট পূর্ণ করতে হলে লকি ফার্গুসনকে নিতে হবে আর ৩টি উইকেট।
৭) শিখর ধাওয়ান – আইপিএলে অর্ধশতরানের হাফসেঞ্চুরি থেকে ১টি হাফসেঞ্চুরি দূরে রয়েছেন পঞ্জাব কিংসের ক্যাপ্টেন শিখর ধাওয়ান। আইপিএলে ১৫০টি ছক্কা পূর্ণ হওয়া থেকে ৫টি ছয় দূরে রয়েছেন শিখর।
৮) স্যাম কারান – টি-২০ ক্রিকেটে ১০০টি ছয়ের মাইলস্টোন স্পর্শ করতে হলে স্যাম কারানকে আর ২টি ছয় মারতে হবে। আইপিএলে চারের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য কারানের প্রয়োজন ৬টি চার।
৯) লিয়াম লিভিংস্টোন – আইপিএলে ৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য লিয়ামের প্রয়োজন আর ২টি চার।