KKR vs PBKS, IPL 2022 Match 8 Result: উমেশের বলে, রাসেলের ব্যাটে ৬ উইকেটে জয়ী শ্রেয়সের কেকেআর
Kolkata Knight Riders vs Punjab Kings Live Score in Bangla: দেখুন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম পঞ্জাব কিংস (Punjab Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

মুম্বই: আজ, শুক্রবার আইপিএল-১৫-র সপ্তম দিন। চলতি আইপিএলের (IPL 2022) আট নম্বর ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)। দুই দলই জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু করেছে। তবে বুধবার ফাফ দু’প্লেসির আরসিবিরা কাছে হেরেছেন শ্রেয়সরা। আর হেভিওয়েট আরসিবিকে হারিয়েই ট্রফির লড়াই শুরু করেছে প্রীতির দল। আজ টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। নির্ধারিত ২০ ওভার খেলতে পারেনি প্রীতির পঞ্জাব। ১৮.২ ওভারে ১৩৭ রান তুলে অল আউট হয়ে যায় পঞ্জাব কিংস।
কেকেআরের টার্গেট ছিল ১৩৮। শুরুটা নাইটদেরও খুব একটা ভালো হয়নি। অজিঙ্ক রাহানে (১২), ভেঙ্কটেশ আইয়ার (৩), শ্রেয়স আইয়াররা (২৬) ফিরলে দলকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন আন্দ্রে রাসেল। ৩৩ বল হাতে থাকতে থাকতেই কেকেআরকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন রাসেল। তাঁকে সঙ্গ দিলেন স্যাম বিলিংস। ২৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বিলিংস। আর ৩১ বলে ৭০ রানের নট আউট ইনিংস খেলে যান দ্রে রাস। মায়াঙ্কদের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জিতে নিল কেকেআর।
Key Events
এখনও পর্যন্ত আইপিএল-১৫-র একটি ম্যাচে খেলেছেন মায়াঙ্করা। আরসিবির বিরুদ্ধে সেই ম্যাচে জিতে পয়েন্ট টেবলের ৩ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ানরা। প্রীতির দলের নেট রান রেট +০.৯১৪। অন্যদিকে কেকেআর ইতিমধ্যেই দুটো ম্যাচে খেলেছে। প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেও, দ্বিতীয় ম্যাচে আরসিবির কাছে হারতে হয়েছে রাসেলদের। তাই কেকেআর রয়েছে পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে। রাহানেদের নেট রান রেট +০.০৯৩।
আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা ও পঞ্জাব। যার মধ্যে ১৯ বার জিতেছে কেকেআর। আর ১০ বার জিতেছে পঞ্জাব।
LIVE Cricket Score & Updates
-
৬ উইকেটে জিতল কেকেআর
ওয়াংখেড়েতে উঠল রাসেল ঝড়। ৬ উইকেটে মায়াঙ্কের পঞ্জাব কিংসকে হারাল কেকেআর।
-
রাসেলের হাফসেঞ্চুরি
২৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন আন্দ্রে রাসেল।
-
-
১২তম ওভারে ৩০ রান তুলল নাইটরা
ক্রিজে আন্দ্রে রাসেল ও স্যাম বিলিংস। ওডেন স্মিথ ১২ তম ওভারে ৩০ রান খরচ করে ফেলেছেন
-
রাসেল-বিলিংস জুটির ৫০ রানের পার্টনারশিপ
আন্দ্রে রাসেল ও স্যাম বিলিংসের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।
-
১০ ওভারে কেকেআর ৭৪/৪
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে কেকেআর। ম্যাচ জিততে এখনও নাইটদের চাই ৬৪ রান
-
-
রানা আউট
এক ওভারে দুই উইকেট নিলেন রাহুল চাহার। নীতিশ রানাকে ফেরালেন রাহুল। কোনও রান না করেই রানা ফিরলেন সাজঘরে
-
শ্রেয়স আউট
নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের উইকেট তুলে নিলেন রাহুল চাহার। ২৬ রান করে মাঠ ছাড়লেন কেকেআর ক্যাপ্টেন। তৃতীয় উইকেট হারাল কেকেআর।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে কেকেআর। নাইটদের জয়ের জন্য এখনও প্রয়োজন ৮৭ রান
-
৫ ওভারে কেকেআর ৪২/২
খেলা বাকি ১৫ ওভারের। ম্যাচ জিততে নাইটদের এখনও প্রয়োজন ৯৬ রান।
-
ভেঙ্কি আউট
ভেঙ্কটেশ আইয়ারের উইকেট তুলে নিলেন ওডেন স্মিথ। ৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ভেঙ্কি।
-
৩ ওভারে কেকেআর ২৫/১
প্রথম ৩ ওভারের খেলা শেষ। ১ উইকেট হারিয়ে ২৫ রান তুলেছে কেকেআর।
-
রাহানে আউট
কাগিসো রাবাডা তুলে নিলেন অজিঙ্ক রাহানের উইকেট। ১২ রান করে সাজঘরে ফিরলেন রাহানে।
-
রান তাড়া করতে নামল নাইটরা
টার্গেট ১৩৮। কেকেআরের হয়ে ওপেনিংয়ে নামলেন অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আইয়ার।
-
১৩৭ রানে পঞ্জাবকে থামাল নাইটরা
নির্ধারিত ২০ ওভার খেলতে পারল না প্রীতির পঞ্জাব। ১৮.২ ওভারে ১৩৭ রান তুলে অল আউট হয়ে গেল পঞ্জাব কিংস।
-
রাবাডা আউট
আন্দ্রে রাসেল ফেরালেন কাগিসো রাবাডাকে। ২৫ রান করে মাঠ ছাড়লেন রাবাডা।
-
খেলা বাকি ৩ ওভারের
১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছে পঞ্জাব কিংস। ক্রিজে ওডেন স্মিথ ও কাগিসো রাবাডা।
-
১৫ ওভারে পঞ্জাব ১০২/৮
খেলা বাকি ৫ ওভারের। প্রথম ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে পঞ্জাব।
-
রাহুল আউট
হরপ্রীত বরারের পর রাহুল চাহারের উইকেট তুলে নিলেন উমেশ যাদব। আট নম্বর উইকেট হারাল পঞ্জাব।
-
হরপ্রীত আউট
উমেশ যাদব তুলে নিলেন হরপ্রীত বরারের উইকেট। ১৪ রান করে মাঠ ছাড়লেন হরপ্রীত
-
শাহরুখ আউট
শাহরুখ খানের উইকেট তুলে নিলেন টিম সাউদি। কোনও রান না করেই সাজঘরে ফিরে গেলেন শাহরুখ। ছয় নম্বর উইকেট হারাল পঞ্জাব।
-
১০ ওভারে পঞ্জাব ৮৫/৫
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে পঞ্জাব। ক্রিজে শাহরুখ খান ও হরপ্রীত বরার।
-
বাওয়া আউট
রাজ বাওয়ার উইকেট তুলে নিলেন সুনীল নারিন। ১১ রান করে সাজঘরে ফিরে গেলেন বাওয়া।
-
লিভিংস্টোন আউট
লিয়াম লিভিংস্টোনকে ফেরালেন উমেশ যাদব। ১৯ রান করে মাঠ ছাড়লেন লিভিংস্টোন। চতুর্থ উইকেট হারাল পঞ্জাব কিংস।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র খেলা শেষ। প্রথম ৬ ওভারে ৩টি উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে পঞ্জাব কিংস।
-
সাউদি ফেরালেন ধাওয়ানকে
টিম সাউদি তুলে নিলেন শিখর ধাওয়ানের উইকেট। ১৬ রান করে মাঠ ছাড়লেন ধাওয়ান।
-
৫ ওভারে পঞ্জাব ৫১/২
প্রথম ৫ ওভারের খেলা শেষ। ২ উইকেট হারিয়ে প্রীতির পঞ্জাব তুলেছে ৫১ রান।
-
মাভি ফেরালেন রাজাপক্ষকে
শিবম মাভির ওভারে প্রথম বলেই চার মারেন রাজাপক্ষ। এরপর টানা ৩টি ছয়ও মারেন ভানুকা রাজাপক্ষ। কিন্তু চতুর্থ ওভারের পঞ্চম বলেই অবশেষে রাজাপক্ষকে ফেরান মাভি। দ্বিতীয় উইকেট হারাল পঞ্জাব কিংস।
-
৩ ওভারে পঞ্জাব ২১/১
প্রথম ৩ ওভারের খেলা শেষ। পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে ২১ রান তুলেছে পঞ্জাব কিংস।
-
মায়াঙ্ক আউট
প্রথম ওভারের শেষ বলে পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের উইকেট তুলে নিলেন উমেশ যাদব। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন মায়াঙ্ক।
-
পঞ্জাবের ইনিংস শুরু
পঞ্জাবের হয়ে ওপেনিংয়ে নামলেন মায়াঙ্ক আগরওয়াল ও শিখর ধাওয়ান।
-
কেকেআরের প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটকিপার), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, টিম সাউদি, শিবম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
Here's how we line up for #KKRvPBKS! ?
Sheldon makes way for Shivam Mavi.@winzoofficial #KKRHaiTaiyaar #IPL2022 pic.twitter.com/OZ8eBviRxJ
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
-
পঞ্জাবের প্রথম একাদশ
দেখে নিন পঞ্জাব কিংসের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, রাজ বাওয়া, শাহরুখ খান, ওডেন স্মিথ, হরপ্রীত বরার, রাহুল চাহার, অর্শদীপ সিং ও কাগিসো রাবাডা।
Our ?s who will roar in #KKRvPBKS today?#PunjabKings #SaddaPunjab #IPL2022 #ਸਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/P1JGKRxvA6
— Punjab Kings (@PunjabKingsIPL) April 1, 2022
-
টস আপডেট
টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিলেন নাইট নেতা শ্রেয়স আইয়ার।
-
পঞ্জাব জার্সিতে অভিষেক রাবাডার
আজ পঞ্জাব কিংসের জার্সিতে অভিষেক হচ্ছে কাগিসো রাবাডার।
Jungle mein naya ? aaya hai, savdhaan raho, satark raho ⚠️#SherSquad, Rabada nu best wishes bhej do ?#SaddaPunjab #KKRvPBKS #IPL2022 #PunjabKings #ਸਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/TGdYH9sOH4
— Punjab Kings (@PunjabKingsIPL) April 1, 2022
.@KagisoRabada25 is all set to make his debut for @PunjabKingsIPL ??
Live – https://t.co/Apt18LRSRD #TATAIPL #KKRvPBKS pic.twitter.com/ihOrLlzN0u
— IndianPremierLeague (@IPL) April 1, 2022
-
ম্যাচ ডে-র জন্য তৈরি পঞ্জাবের ‘শের’রা
নাইটদের বিরুদ্ধে আজকের ম্যাচে নামার জন্য তৈরি পঞ্জাবের শেররা।
Shers ready to ride ? #SaddaPunjab #KKRvPBKS #IPL2022 #PunjabKings #ਸਾਡਾਪੰਜਾਬ pic.twitter.com/wHY2w6sRzw
— Punjab Kings (@PunjabKingsIPL) April 1, 2022
-
জোরদার পারফরম্যান্সের জন্য তৈরি নাইটরা
আর কিছুক্ষণ পর শুরু হবে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ। জোরদার পারফরম্যান্সের জন্য তৈরি নাইটরা
"??'? ?????????? ? ????? ???????? ??? ??" ?
Charged up for yet another ??????? performance today! ?@y_umesh • #KnightsTV presented by @glancescreen I #KKRHaiTaiyaar #KKRvPBKS #IPL2022 pic.twitter.com/OUhApWuIHw
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
-
হেড টু হেড
আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা ও পঞ্জাব। যার মধ্যে ১৯ বার জিতেছে কেকেআর। আর ১০ বার জিতেছে পঞ্জাব।
Hello & welcome from the Wankhede Stadium for Match 8⃣ of the #TATAIPL 2022 ?
The @ShreyasIyer15-led @KKRiders takes on @mayankcricket's @PunjabKingsIPL tonight. ? ? #KKRvPBKS
Which team are you rooting for? ? ? pic.twitter.com/IX6JXd3APJ
— IndianPremierLeague (@IPL) April 1, 2022
Published On - Apr 01,2022 6:30 PM
