KKR vs SRH, IPL 2021 Match 49 Result: হায়দরাবাদকে ৬ উইকেটে হারাল কেকেআর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 03, 2021 | 11:06 PM

KKR vs SRH Live Score: দেখুন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

KKR vs SRH, IPL 2021 Match 49 Result: হায়দরাবাদকে ৬ উইকেটে হারাল কেকেআর
অরেঞ্জ আর্মিকে হারাল বেগুনি শিবির (ছবি-আইপিএল ওয়েবসাইট)

Follow Us

দুবাই: আজ, রবিবার আইপিএলের (IPL) ৪৯তম ম্যাচে দুবাইতে মুখোমুখি হতে চলেছে ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)।

পয়েন্ট টেবলের চার ও আট নম্বরে থাকা দুই দলের লড়াই আজ। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান তুলল নিজামের শহরের দল। কেকেআরের সামনে ছিল সহজ টার্গেট ১১৬। রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই ৪ উইকেটের বিনিময়ে ১১৯ রান তুলে ম্যাচ জিতে নেয় বেগুনি শিবির।

প্লে অফের দৌড়ে এগোতে গেলে নাইটদের আজ দু পয়েন্ট তুলে নেওয়া জরুরি ছিল। দুবাইতে সেই কাঙ্খিত ২ পয়েন্ট তুলে নিল নাইটরা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 03 Oct 2021 10:57 PM (IST)

    ৬ উইকেটে জয়ী কেকেআর

    ২ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স।

  • 03 Oct 2021 10:52 PM (IST)

    শেষ ওভার বাকি

    শেষ ওভারে নাইটদের জয়ের জন্য প্রয়োজন ৩ রান


  • 03 Oct 2021 10:48 PM (IST)

    নীতিশ রানা আউট

    ২৫ রান করে জেসন হোল্ডারকে উইকেট দিয়ে মাঠ ছাড়লেন নীতিশ রানা

  • 03 Oct 2021 10:45 PM (IST)

    আইপিএলে ৪০০ রান ডিকের

    হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের চার হাজার রান পূর্ণ করলেন দীনেশ কার্তিক

  • 03 Oct 2021 10:44 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৯৯। নাইটদের জয়ের জন্য প্রয়োজন ১৭ রান

  • 03 Oct 2021 10:39 PM (IST)

    শুভমন গিল আউট

    ৫৭ রানের ঝকঝকে ইনিংসের পর মাঠ ছাড়লেন নাইট ওপেনার শুভমন গিল। সিদ্ধার্থ কৌল হায়দরাবাদকে এনে দিলেন তৃতীয় উইকেট

  • 03 Oct 2021 10:31 PM (IST)

    ১৫ ওভারে কেকেআর ৮৪/২

    খেলা বাকি ৫ ওভারেরে। নাইটদের জয়ের জন্য প্রয়োজন ৩২ রান

  • 03 Oct 2021 10:30 PM (IST)

    শুভমন গিলের হাফসেঞ্চুরি

    সানরাইজার্স হায়জদরাবাদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শুভমন গিল

  • 03 Oct 2021 10:10 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৪৪/২

    জয়ের জন্য নাইটদের প্রয়োজন ৭২ রান

  • 03 Oct 2021 09:50 PM (IST)

    রাহুল ত্রিপাঠী আউট

    ৭ রান করে রশিদ খানের বলে আউট হলেন রাহুল ত্রিপাঠী

  • 03 Oct 2021 09:43 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ২৭/১

    প্রথম ৫ ওভারের মধ্যে নাইট ওপেনার ভেঙ্কির গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে কেকেআর।

  • 03 Oct 2021 09:41 PM (IST)

    ভেঙ্কটেশের উইকেট হারাল কেকেআর

    ৮ রান করে আউট হলেন নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। জেসন হোল্ডার হায়দরাবাদকে এনে দিলেন প্রথম উইকেট।

  • 03 Oct 2021 09:31 PM (IST)

    ৩ ওভারে কেকেআর ১১/০

    ক্রিজে শুভমন-ভেঙ্কটেশ

  • 03 Oct 2021 09:21 PM (IST)

    নাইটদের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ভেঙ্কটেশ আইয়ার।

  • 03 Oct 2021 09:06 PM (IST)

    ১১৫ রানে থামল সানরাইজার্স হায়দরাবাদ

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান তুলল নিজামের শহরের দল। কেকেআরের সামনে সহজ টার্গেট ১১৬।

  • 03 Oct 2021 08:57 PM (IST)

    রশিদ খান আউট

    শিবম মাভির বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে বসলেন রশিদ খান। ৮ রান করে সাজঘরে ফিরলেন রশিদ

  • 03 Oct 2021 08:52 PM (IST)

    আব্দুল সামাদ আউট

    ২৫ রান করে টিম সাউদির শিকার হলেন আব্দুল সামাদ।

  • 03 Oct 2021 08:47 PM (IST)

    জেসন হোল্ডার আউট

    মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন জেসন হোল্ডার। বরুণ চক্রবর্তী নাইটদের এনে দিলেন ষষ্ঠ সাফল্য

  • 03 Oct 2021 08:40 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ৭৯/৫

    খেলা বাকি ৫ ওভারের। ৫ উইকেট হারিয়ে অরেঞ্জ আর্মি তুলেছে ৭৯ রান। এখনও শতরানের গন্ডি পেরোতে পারেনি হায়দরাবাদ

  • 03 Oct 2021 08:36 PM (IST)

    প্রিয়ম গর্গ আউট

    ৩১ রান করে নাইট স্পিনার বরুণ চক্রবর্তীর শিকার হলেন প্রিয়ম গর্গ। ৫ নম্বর উইকেট হারাল হায়দরাবাদ

  • 03 Oct 2021 08:21 PM (IST)

    অভিষেক শর্মা আউট

    সাকিব আল হাসান কেকেআরকে চতুর্থ সাফল্য এনে দিলেন। ৬ রান করে আউট অভিষেক শর্মা

  • 03 Oct 2021 08:19 PM (IST)

    ১০ ওভারে হায়দরাবাদ ৫১/৩

    খেলা বাকি ১০ ওভারের। অরেঞ্জ আর্মির ওপর চাপ ধরে রেখেছে নাইটরা।

  • 03 Oct 2021 08:06 PM (IST)

    রান আউট উইলিয়ামসন

    তৃতীয় উইকেট হারাল হায়দরাবাদ। ২০ রান করে মাঠ ছাড়লেন উইলিয়ামসন

  • 03 Oct 2021 08:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    ৬ ওভারে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৩৫

  • 03 Oct 2021 07:55 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ১৭/২

    ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে হায়দরাবাদ

  • 03 Oct 2021 07:49 PM (IST)

    জেসন রয় আউট

    শিবম মাভির বলে আউট হলেন হায়দরাবাদের ওপেনার জেসন রয়। ১০ রান মাঠ ছাড়লেন রয়

  • 03 Oct 2021 07:45 PM (IST)

    ৩ ওভারে হায়দরাবাদ ১৪/১

    প্রথম ওভারেই এক উইকেট হারিয়ে ফেলেছে অরেঞ্জ আর্মি। ৩ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ১৪

  • 03 Oct 2021 07:32 PM (IST)

    ঋদ্ধিমান আউট

    প্রথম ওভারের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ঋদ্ধিমান সাহা

  • 03 Oct 2021 07:30 PM (IST)

    হায়দরাবাদের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন জেসন রয় ও ঋদ্ধিমান সাহা

  • 03 Oct 2021 07:10 PM (IST)

    অরেঞ্জ জার্সিতে অভিষেক এক ক্রিকেটারের

    কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজ অরেঞ্জ জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নামবেন উমরান মালিক।

  • 03 Oct 2021 07:07 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), প্রিয়ম গর্গ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, উমরান মালিক, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল।

  • 03 Oct 2021 07:06 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কেকেআরের প্রথম একাদশে এক পরিবর্তন। টিম সেইফার্টের বদলে দলে এসেছেন সাকিব আল হাসান

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ভেঙ্কটেশ আয়ার, শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইওন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, সাকিব আল হাসান, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।

  • 03 Oct 2021 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল সানরাইজার্স হায়দরাবাদ।

    টসে জিতে ব্যাটিং বেছে নিলেন হায়দরাবাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন

  • 03 Oct 2021 06:45 PM (IST)

    ম্যাচের আগে সাক্ষাৎ

  • 03 Oct 2021 06:40 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে মোট ২০ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে কেকেআর জিতেছে ১৩ বার ও অরেঞ্জ আর্মি জিতেছে ৭ বার