IPL 2021: রাহুলের পঞ্জাবকে হারিয়ে প্লে-অফে বিরাটরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 03, 2021 | 8:14 PM

আইপিএলের (IPL) তৃতীয় দল হিসেবে প্লে-অফের (playoff) টিকিট পাকা করল আরসিবি। বাকি থাকল আর একটা মাত্র জায়গা। লড়াই কলকাতা, পঞ্জাব, মুম্বই ও রাজস্থানের মধ্যে।

IPL 2021: রাহুলের পঞ্জাবকে হারিয়ে প্লে-অফে বিরাটরা
IPL 2021: রাহুলের পঞ্জাবকে হারিয়ে প্লে-অফে বিরাটরা

Follow Us

শারজা: ধোনির চেন্নাই সুপার কিংস, ঋষভের দিল্লি ক্যাপিটালসের পর এবার বিরাটের (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। আইপিএলের (IPL) তৃতীয় দল হিসেবে প্লে-অফের (playoff) টিকিট পাকা করল আরসিবি। বাকি থাকল আর একটা মাত্র জায়গা। লড়াই কলকাতা, পঞ্জাব, মুম্বই ও রাজস্থানের মধ্যে।

শারজার মাঠে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে কোনও ভুল করেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ৬৮ রানের জমজমাট ওপেনিং পার্টনারশিপে ভর করে শুরুতেই পঞ্জাবের (Punjab Kings) ওপর চাপ তৈরি করে বিরাটের দল। ৪০ রান দেবদত্ত পাড়িক্কলের। ২৫ করলেন বিরাট। তবে এদিনও বিরাটের দলের মিডল অর্ডারে কাঁপুনি ধরেছিল। অবস্থা সামাল দিলেন ম্যাক্সওয়েল। এ বারের টুর্নামেন্টে যেন এক অন্য ম্যাক্সিকে দেখা যাচ্ছে মাঠে। ৩৩ বলে ৫৭ রানের ইনিংস যেমন আরসিবিকে ১৫০ রানের গন্ডি পার করাল তেমনই মিডল অর্ডারের কাঁপুনি থামিয়ে দিল। পঞ্জাব কিংসের হয়ে তিনটি করে উইকেট নিলেম মহম্মদ সামি ও মোজেস এনরিকেজ।

১৬৫ রান করলে ম্যাচ জেতা যাবে। সঙ্গে প্লে-অফএর দরজার খুব কাছে পৌঁছনো যাবে। এটাই ছিল রাহুলদের (KL Rahul) লক্ষ্য। কিন্তু তিনি ও তাঁর সঙ্গী ওপেনার ছাড়া এই লক্ষ্যটা দলের অন্য কেউ খুব একটা জানেন বলে এদিনও মনে হল না। রাহুল মায়াঙ্কের ৯১ রানের পার্টনারশিপ থামতেই সেই এক ছবি। দায়িত্বজ্ঞানহীন পঞ্জাব ব্যাটিংয় বিরাটদের কাজটা সহজ করে দিল। রাহুল করলেন ৩৯ রান। ৫৭ রানের ঝকঝকে ইনিংস মায়াঙ্কের। বাকিদের কথা যত না বলা যায় ততই ভালো।

প্রতিপক্ষের দুর্বল জায়গায় হাত দিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিলেন চাহাল। ৪ ওভারে ২৯ রান দিয়ে তিন উইকেট ভারতীয় লেগ স্পিনারের ঝুলিতে। রাহুলের গুরুত্বপূর্ণ উইকেটটা নিলেন বাংলার শাহবাজ। আরেকটি উইকেট গার্টনের। ২০ ওভারে পঞ্জাবের ইনিংস থামল ১৫৮ রানে। হার ৬ রানে। আবার তীরে এসে তরী ডোবার গল্প।

প্লে-অফের টিকিট পাওয়ার দৌড়ে থাকা পঞ্জাবের সামনে থেকে সুযোগ চলে গেল। হাতে আর একটা ম্যাচ। সেটা জিতলেও ১২ পয়েন্টে পৌঁছতে পারবে তারা। অন্য দিকে রাজস্থান মুম্বইয়ের সামনে এখনও সুযোগ আছে ১৪ পয়েন্টে পৌঁছে প্লে -অফের দরজা খুলে ফেলার। তাই রাহুলদের অভিযান এ বারের মতো শেষ ধরে নেওয়াই যায়। অন্য দিকে বিরাটের সামনে প্রথমবার ট্রফি জয়ের হাতছানি।

আরও পড়ুন: KKR vs SRH LIVE Score, IPL 2021: ক্যাপ্টেন কেনের উইকেট হারাল অরেঞ্জ আর্মি

Next Article