IPL 2025, KKR: সুপারস্টারদের মাঝে ইডেনে ঝড় তুললেন কেকেআরের তরুণ কিপার-ব্যাটার

Mar 15, 2025 | 10:33 PM

IPL 2025, Eden Gardens: দোলের জন্য কেকেআরের প্রস্তুতিতে ছুটি ছিল। তার আগে দু-দিন জমিয়ে প্র্যাক্টিস সেরেছে নাইট রাইডার্স। রঙের উৎসব কাটিয়ে ইডেনে এ দিন নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। আর তাতেই নজর কাড়লেন তরুণ কিপার-ব্যাটার।

IPL 2025, KKR: সুপারস্টারদের মাঝে ইডেনে ঝড় তুললেন কেকেআরের তরুণ কিপার-ব্যাটার
Image Credit source: KKR Knight Club

Follow Us

আইপিএলের নতুন মরসুমে নজর রাখতে তরুণ নাইটের দিকে। অন্তত প্রস্তুতি ম্যাচে লুভনিথ সিসোদিয়া যেন এই আভাস দিয়ে রাখলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হতে চলেছে। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স খেলবে আরসিবির বিরুদ্ধে। গত কাল দোলের জন্য কেকেআরের প্রস্তুতিতে ছুটি ছিল। তার আগে দু-দিন জমিয়ে প্র্যাক্টিস সেরেছে নাইট রাইডার্স। রঙের উৎসব কাটিয়ে ইডেনে এ দিন নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। আর তাতেই নজর কাড়লেন তরুণ কিপার-ব্যাটার।

কলকাতা নাইট রাইডার্সে কিপার ব্যাটার হিসেবে রয়েছেন দুই সুপারস্টার। কুইন্টন ডি’কক এবং অতি পরিচিত মুখ রহমানুল্লা গুরবাজ। অজিঙ্ক রাহানে টিমের ক্যাপ্টেন। প্রস্তুতি ম্যাচে দুটো টিম করা হয়েছিল। টিম পার্পল এবং টিম গোল্ড। লুভনিথ খেলেন টিম গোল্ডের হয়ে। ওপেনিংয়ে নেমে ২৩ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস এই কিপার ব্যাটারের। আইপিএলের মেগা অকশনে তাঁকে মাত্র ৩০ লক্ষ টাকায় নিয়েছে কেকেআর। এর আগে ২০২২ সালের আইপিএলে তাঁকে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও আরসিবির জার্সিতে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি।

ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের হয়ে খেলেন লুভনিথ। ২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক। ভালো খেলতে পারেননি। এ বার কর্নাটকের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ মহারাজা টি-টোয়েন্টি লিগে ১১ ম্যাচে ৩১৪ রান করেছেন। এর মধ্যে দুটি হাফসেঞ্চুরির ইনিংসও রয়েছে। এ বার আইপিএলে কেকেআরের একাদশে সুযোগ মিলতেই পারে। অন্তত প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্স দেখে ভাবনায় পড়তে বাধ্য কেকেআর ম্যানেজমেন্ট। লুভনিথকে খেলালে ঘরোয়া কিপার ব্যাটারের বিকল্প থাকছে। প্রয়োজনে একাদশে বিদেশি স্পেশালিস্ট বোলার বা ব্যাটারও খেলানো যাবে।

Next Article