আইপিএলের বাকি ম্যাচে হয়তো নেই কামিন্স

May 30, 2021 | 4:53 PM

দীর্ঘ সময় বায়ো বাবলে থাকার জন্য ক্রিকেটারদের উপর প্রভাব পড়ছে। আর তাই ক্রিকেট অস্ট্রেলিয়া আইপিএলে তাদের ক্রিকেটাদের ছাড়বে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে।

আইপিএলের বাকি ম্যাচে হয়তো নেই কামিন্স
সৌজন্যে-আইপিএল টুইটার

Follow Us

সিডনি: আইপিএল (IPL) ১৪-র বাকি ম্যাচ আমিরশাহিতে (UAE) হলেও প্যাট কামিন্সকে (Pat Cummins) হয়তো পাবে না কেকেআর (KKR)। তেমনই খবর অস্ট্রেলিয়া ক্রিকেটে (Cricket Australia)। আইপিএলের শেষ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ওয়ার্কলোডের উপর জোর দিচ্ছে। দীর্ঘ সময় বায়ো বাবলে থাকার জন্য ক্রিকেটারদের উপর প্রভাব পড়ছে। আর তাই ক্রিকেট অস্ট্রেলিয়া আইপিএলে তাদের ক্রিকেটাদের ছাড়বে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে।

এরই মধ্যে আবার আইপিএলের বাকি ম্যাচ আমিরশাহিতে করার সিদ্ধান্ত নেওয়া হলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য তা নিয়ে কিছুটা চাপে বিসিসিআই। যে কারণে সিপিএল ১০ দিন এগিয়ে আনার অনুরোধ জানাল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডকে। যাতে করে ক্যারিবিয়ান ক্রিকেটারদের সিপিএলের বায়ো বাবল থেকে আইপিএলে বায়ো বাবলে পা দিতে অসুবিধা না হয়।

২৮ অগস্ট থেকে শুরু হওয়ার কথা সিপিএলের। ফাইনাল ১৯ সেপ্টেম্বর। ১৮ সেপ্টেম্বর থেকেই আইপিএল শুরু করার ভাবনা রয়েছে বোর্ডের। ফাইনাল ১০ অক্টোবর। বোর্ডের এক সদস্য বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা কথা চালাচ্ছি। যাতে ওরা কিছুটা এগিয়ে নিয়ে আসে সিপিএল। সেটা হলে সিপিএলের বাবল থেকে আইপিএলের বাবলে প্লেয়ারদের পা রাখতে সুবিধা হবে।’

তার মধ্যে আবার কিছুটা চাপেই পড়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের শুরু দিকের ম্যাচগুলোতে যথেষ্ট ফর্মে ছিলেন কামিন্স। বিপুল টাকা দিয়ে কেনা অজি বোলারকে না পেলে চাপেই পড়বে ইওন মর্গ্যানের টিম। ওই সময় এক দিকে যেমন বিশ্বকাপ, অন্য দিকে তেমন পর পর বিদেশ সফরও রয়েছে অস্ট্রেলিয়া টিমের। সেই কারণে কামিন্সদের পাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

আরও পড়ুন: আজ থেকে শুরু ফরাসি ওপেন

Next Article