আজ প্রয়াত বোর্ড প্রেসিডেন্ট (BCCI President) জগমোহন ডালমিয়ার (Jagmohan Dalmiya) ৮১তম জন্মদিন। সেই উপলক্ষে এক বিশেষ উদ্যোগ নিয়েছে সিএবি (CAB)। সিএবির প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya), সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehasish Ganguly) উপস্থিতিতে ময়দানের ৮১ জন মালির হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী ও মাস্ক।