কলকাতা: প্রাণ চায় মন ভরে খেতে। কিন্তু ফিটনেস ঠিক রাখতে একাধিক অ্যাথলিট মন ভরে খেতে পারেন না। তাঁদের মানতে হয় কড়া ডায়েট। তাই যখন সেই অ্যাথলিটরা মন ভরে খাবার সুযোগ পান, তা আর ছাড়েন না। এ বার কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) খাবার খাওয়ার এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে গবগব করে খাবার খাচ্ছেন তিনি। ক্যামেরা যেই না তাঁর সামনে পৌঁছে যায়, তিনি যা করেছেন সেই রিঅ্যাকশন দেখার মতো। ভিডিয়ো কি দেখেছেন?
১৭তম আইপিএল জয়ের পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। শ্রুতি রঘুনাথনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ৪ জুন ভেঙ্কটেশ আইয়ার নিজের ইন্সটাগ্রামে শ্রুতির সঙ্গে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, ‘আমি যা কিছু কল্পনা করেছি…’ সঙ্গে দু’টি লাল হৃদয়ের ইমোজি। এ তো গেল ভেঙ্কির বিয়ের সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার পোস্ট।
ভেঙ্কটেশ আইয়ারের ওই ইন্সটা পোস্টের পরে রয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যায় বিয়ের পর শ্রুতি রঘুনাথনের সঙ্গে একসঙ্গে বসে খাবার খাচ্ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ভিডিয়োর প্রথমে দেখা যায় গব গব করে খাবার খাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার। যেই তাঁর সামনে ক্যামেরা চলে আসে, তখন তিনি খাওয়ার গতি কমিয়ে দিয়ে মুচকি হাসতে থাকেন। এবং হালকা করে পোজ দিতে থাকেন। যা দেখে বোঝাই যাচ্ছিল, ক্যামেরা মুখের সামনে চলে আসায় তিনি খাওয়ার গতি কমিয়ে দেন। ভিডিয়োটির ক্যাপশনে ভেঙ্কটেশ লেখেন, ‘লাইটস, ক্যামেরা, খাও…।’ সঙ্গে হ্যাশট্যাগ দেন #bts
কেকেআরের পক্ষ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে ভেঙ্কির বিয়েতে খাওয়ার ভিডিয়ো এবং তাঁর অন্য সময় খাবার খাওয়ার ২টি ভিডিয়ো জুড়ে লেখা হয়, ‘ভেঙ্কটেশ আইয়ার দেখালেন খানা খাজানা, কোয়েম্বাটুর থেকে রয়েছে বিয়ের #BTS।’
#KnightBite | खाना खज़ाना feat. @venkateshiyer , including Wedding #BTS from Coimbatore 😜 pic.twitter.com/pm0Lf8oHI0
— KolkataKnightRiders (@KKRiders) June 4, 2024