KL Rahul: বক্সিং ডে টেস্টে রেকর্ডের হাতছানি, অনন্য হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পারবেন রাহুল?

IND vs AUS: ভারতীয় তারকা ক্রিকেটার লোকেশ রাহুল (KL Rahul) এই আসন্ন বক্সিং ডে টেস্টে এক অনন্য হ্যাটট্রিকের নজির গড়তে চলেছেন। এই সিরিজে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী এখনও লোকেশ রাহুল। তিনি মেলবোর্নে কীসের হ্যাটট্রিক গড়তে পারেন?

KL Rahul: বক্সিং ডে টেস্টে রেকর্ডের হাতছানি, অনন্য হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পারবেন রাহুল?
KL Rahul: বক্সিং ডে টেস্টে রেকর্ডের হাতছানি, অনন্য হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পারবেন রাহুল? Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 23, 2024 | 12:57 PM

কলকাতা: বর্ডার-গাভাসকর ট্রফি এ বার আসবে ভারতে নাকি থেকে যাবে অস্ট্রেলিয়ায়? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দুই দেশের ক্রিকেট প্রেমীদের নজর সিরিজের বাকি থাকা দুই টেস্টে। ২৬ ডিসেম্বর শুরু হবে বক্সিং ডে টেস্ট। পারথ টেস্ট জিতে ভারত সিরিজ শুরু করেছিল। অ্যাডিলেড টেস্ট অজিরা ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরায়। এরপর ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র। ফলে সিরিজের স্কোরলাইন এখন ১-১। শেষ দুই টেস্ট মেলবোর্ন ও সিডনিতে। ভারতীয় তারকা ক্রিকেটার লোকেশ রাহুল (KL Rahul) এই আসন্ন বক্সিং ডে টেস্টে এক অনন্য হ্যাটট্রিকের নজির গড়তে চলেছেন। এই সিরিজে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী এখনও লোকেশ রাহুল। তিনি মেলবোর্নে কীসের হ্যাটট্রিক গড়তে পারেন?

এ বারের বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্ট খেলা হয়নি রোহিত শর্মার। পারথ টেস্ট চলাকালীন তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছিল। তাই তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। সেই সময় লোকেশ রাহুলকে টিম ম্যানেজমেন্ট সুযোগ দেয় যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করার। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ৬টি ইনিংসে ৪৭ গড়ে এখনও ২৩৫ রান করেছেন রাহুল। যার মধ্যে রয়েছে ২টি হাফসেঞ্চুরি। বক্সিং ডে টেস্টে এ বার এক অনবদ্য হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছেন রাহুল।

আসলে রাহুলের সামনে সুযোগ রয়েছে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরির হ্যাটট্রিক করার। ডান হাতি ব্যাটার এর আগে ২০২১ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২৩ রান করেছিলেন। এরপর একই ভেনুতে ২০২৩ সালে ১০১ রান করেছিলেন। এ বার মেলবোর্নে আসন্ন বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি করতে পারলেই হ্যাটট্রিকের রেকর্ড গড়বেন। এ বছর ৮টি টেস্ট ম্যাচ খেলেছেন রাহুল। তাতে ৩৯.০৮ গড়ে ৪৬৯ রান করেছেন রাহুল। রয়েছে ৪টি হাফসেঞ্চুরি।

এই খবরটিও পড়ুন