কলম্বো: দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে লোকেশ রাহুল (KL Rahul)। এ বার তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তনের পালা। কলম্বোয় আজ ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ। এই ম্যাচ দিয়েই মেন ইন ব্লুতে ফেরার পথে কেএল রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচের আগে রাহুল আসায় ভারতের শক্তি বেড়েছে। টিমের সঙ্গে কয়েকটা দিন জোরকদমে অনুশীলন করেছেন রাহুল। এ বার ভারত-পাকিস্তান ম্যাচের আগে রাহুল শোনালেন, তাঁর চোট সারিয়ে ফিরে আসার লড়াইয়ের কাহিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
পাক ম্যাচের আগে চোট থেকে ফিরে আসার লড়াই নিয়ে মুখ খুললেন কেএল রাহুল। সোশ্যাল মিডিয়া সাইট X এ বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে রাহুলকে বলতে শোনা গিয়েছে, ‘আমি এখন ভালো আছি। দলে ফিরতে পারার অনুভূতিটা ভীষণ ভালো। দীর্ঘদিন আমি মাঠের বাইরে ছিলাম। তবে সঠিক সময়ে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ায় আমি বেশ খুশি এবং সন্তুষ্ট।’
আইপিএলের সময় থাই মাসেলে চোট পেয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। এর ফলে লন্ডনে অস্ত্রোপ্রচার করাতে হয়েছিল রাহুলকে। বিসিসিআই টিভির ভিডিয়োতে রাহুল বলেন, ‘বল ধরতে গিয়ে আমার পেশিতে চোট লেগেছিল। এর ফলে আমার পেশি সম্পূর্ণ ছিঁড়ে যায়। ওই সময় আমার পরিবার, ফ্রাঞ্চাইজি সকলেই আশা করেছিল যেন সেই চোটটা ছোট হয়। যা দু তিন সপ্তাহের মধ্যেই সেরে যাবে। তবে স্ক্যান করার পর জানা যায়, চোট গুরুতর এবং আমাকে অস্ত্রোপ্রচার করিয়েই সুস্থ হতে হবে। ওই সময় অস্ত্রোপচার করাব কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নিতে একটু সময় লেগেছিল। যদিও অস্ত্রোপচার ছাড়া উপায়ও ছিল না। কোথায় অস্ত্রোপচার করাব, কার কাছে করাব এই সব দ্রুত ঠিক হয়। বিসিসিআই, ফিজিও এবং আমার ডাক্তারদের অনেক ধন্যবাদ। আমার সেরে ওঠার পিছনে তাঁদের বিরাট অবদান রয়েছে।’
মনে বিরাট জোর নিয়ে অস্ত্রোপচারের পর সুস্থতার দিকে এগোতে থাকেন রাহুল। তাঁর কথায়, সময়ের আগেই তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। রাহুল এশিয়া কাপের আগে জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছিলেন। এরপরই হঠাৎ বিপত্তি। ফের একবার তাঁর চোট লাগে। কেএলের কথায়, ‘আমি সময়ের আগেই অনেকটা সুস্থ হয়ে উঠছিলাম। আমার মনে হচ্ছিল এশিয়া কাপের আগেই আমি ফিট হয়ে উঠব। তেমনটা হলে হাতে খানিকটা সময়ও থাকবে। কিন্তু যখনই আমি দৌড়ানো শুরু করি, তখনই আমার হালকা চোট লাগে। আর সেটা রীতিমতো হতাশাজনক ছিল। আমার ফিরে আসার পথে হোঁচট খেলাম। এই চোটের কারণেই আমার প্রত্যাবর্তনও দুই সপ্তাহ পিছিয়ে গেল।’
রাহুল এখন অবশ্য পুরোপুরি ম্যাচ ফিট। পুরোদমে অনুশীলনও করেছেন। ব্যাটিং এবং কিপিং দু-ই সমান ভাবে অনুশীলন করেছেন রাহুল। প্রস্তুতি পর্ব আপাতত শেষ। এ বার দেখার পাকিস্তানের বিরুদ্ধে তিনি আজ খেলার সুযোগ পান কিনা।