KL Rahul: শরীরের অর্ধাংশ জুড়ে উঁকি দিচ্ছে উল্কি, রাহুলের ট্যাটুগুলির অর্থ জানেন?
মেন ইন ব্লু-র অন্দরে ট্যাটু প্রিয় সদস্যদের মধ্যে একজন কান্নুর লোকেশ রাহুল। কর্নাটকী ব্যাটারের বাঁ হাতের কব্জি থেকে কাঁধ পর্যন্ত প্রায় পুরোটাই নানা ডিজাইনের উল্কি কাটা। ঘাড়ের নীচ থেকে পিঠের ডানদিকের অংশে রয়েছে ট্যাটু। সবকটির নক্সা এবং অর্থ ভিন্ন।
Most Read Stories