KL Rahul: শরীরের অর্ধাংশ জুড়ে উঁকি দিচ্ছে উল্কি, রাহুলের ট্যাটুগুলির অর্থ জানেন?

মেন ইন ব্লু-র অন্দরে ট্যাটু প্রিয় সদস্যদের মধ্যে একজন কান্নুর লোকেশ রাহুল। কর্নাটকী ব্যাটারের বাঁ হাতের কব্জি থেকে কাঁধ পর্যন্ত প্রায় পুরোটাই নানা ডিজাইনের উল্কি কাটা। ঘাড়ের নীচ থেকে পিঠের ডানদিকের অংশে রয়েছে ট্যাটু। সবকটির নক্সা এবং অর্থ ভিন্ন।

| Edited By: | Updated on: Jul 04, 2022 | 11:44 AM
লাইট হাউস ট্যাটু: খুব স্পেশাল। এই ট্যাটুর সঙ্গে  লোকেশ রাহুলের ছেলেবেলা জড়িয়ে রয়েছে। বাঁ হাতের কনুইয়ের নীচ থেকে শুরু হয়েছে লাইট হাউসটি। নীচে জলের মধ্যে একটি নৌকা। ট্যাটুটি তাঁর ম্যাঙ্গালুরুর আদি বাড়ির স্মরণে খোদাই করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

লাইট হাউস ট্যাটু: খুব স্পেশাল। এই ট্যাটুর সঙ্গে লোকেশ রাহুলের ছেলেবেলা জড়িয়ে রয়েছে। বাঁ হাতের কনুইয়ের নীচ থেকে শুরু হয়েছে লাইট হাউসটি। নীচে জলের মধ্যে একটি নৌকা। ট্যাটুটি তাঁর ম্যাঙ্গালুরুর আদি বাড়ির স্মরণে খোদাই করেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 6
দাদু-দিদার স্মরণে: রাহুলের জীবনের দু'জন খুব প্রিয় মানুষ। দাদু-দিদাকে শ্রদ্ধা জানাতে করান 'ঈশ্বরের চোখ'। কনুই থেকে বাহু পর্যন্ত বিস্তৃত। রাহুল জানিয়েছিল, এই ট্যাটু মনে করিয়ে দেয় যে দাদু-দিদা তাঁকে সবসময় দেখছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

দাদু-দিদার স্মরণে: রাহুলের জীবনের দু'জন খুব প্রিয় মানুষ। দাদু-দিদাকে শ্রদ্ধা জানাতে করান 'ঈশ্বরের চোখ'। কনুই থেকে বাহু পর্যন্ত বিস্তৃত। রাহুল জানিয়েছিল, এই ট্যাটু মনে করিয়ে দেয় যে দাদু-দিদা তাঁকে সবসময় দেখছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
সিম্বা লাভ: সিম্বা তাঁর পোষ্যের নাম। পিঠের ডানদিক জুড়ে সিম্বাকে চিরজীবনের মতো ঠাঁই দিয়েছেন তার মালিক। সিম্বার একটি ইনস্টা অ্যাকাউন্টও রয়েছে। কোহলি-সহ অনেকের সঙ্গে ফোটো রয়েছে পেজটিতে।(ছবি:ইনস্টাগ্রাম)

সিম্বা লাভ: সিম্বা তাঁর পোষ্যের নাম। পিঠের ডানদিক জুড়ে সিম্বাকে চিরজীবনের মতো ঠাঁই দিয়েছেন তার মালিক। সিম্বার একটি ইনস্টা অ্যাকাউন্টও রয়েছে। কোহলি-সহ অনেকের সঙ্গে ফোটো রয়েছে পেজটিতে।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
২৮৪ ও অশোক চক্র: শরীরের ডানদিক জুড়ে লম্বাভাবে বিস্তৃত এই ট্যাটু। রোমান হরফে লেখা ২৮৪ নম্বরটি। যেটি তাঁর টেস্ট ক্যাপ নম্বর। নম্বরটিকে দুদিক থেকে জুড়েছে অশোক চক্র। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার পিছনে কঠোর পরিশ্রমের কথা রাহুলকে মনে করিয়ে দেয় অশোক চক্র।(ছবি:ইনস্টাগ্রাম)

২৮৪ ও অশোক চক্র: শরীরের ডানদিক জুড়ে লম্বাভাবে বিস্তৃত এই ট্যাটু। রোমান হরফে লেখা ২৮৪ নম্বরটি। যেটি তাঁর টেস্ট ক্যাপ নম্বর। নম্বরটিকে দুদিক থেকে জুড়েছে অশোক চক্র। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার পিছনে কঠোর পরিশ্রমের কথা রাহুলকে মনে করিয়ে দেয় অশোক চক্র।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 6
মাওরি ট্যাটু: বাঁ হাতের বাহুতে মাওরি ডিজাইনের ট্যাটু। কাঁধ থেকে বাইসেপ এবং বাহু ঢেকে দিয়েছে এই ট্যাটু। নিজের সংস্কৃতি, অতীত জীবন, পরিবার, স্বাস্থ্য এবং জীবন যাত্রার প্রতীক মাওরি ডিজাইন।(ছবি:ইনস্টাগ্রাম)

মাওরি ট্যাটু: বাঁ হাতের বাহুতে মাওরি ডিজাইনের ট্যাটু। কাঁধ থেকে বাইসেপ এবং বাহু ঢেকে দিয়েছে এই ট্যাটু। নিজের সংস্কৃতি, অতীত জীবন, পরিবার, স্বাস্থ্য এবং জীবন যাত্রার প্রতীক মাওরি ডিজাইন।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 6
১, গোলাপ ও পেঁচা: বাঁ হাতের তর্জনীতে খোদাই করা ১ অক্ষরটি। কারণ তাঁর জার্সি নম্বর ১। গোলাপের অর্থ হল অন্তহীন ভালোবাসা। পেঁচা বুদ্ধিমত্তার প্রতীক।(ছবি:ইনস্টাগ্রাম)

১, গোলাপ ও পেঁচা: বাঁ হাতের তর্জনীতে খোদাই করা ১ অক্ষরটি। কারণ তাঁর জার্সি নম্বর ১। গোলাপের অর্থ হল অন্তহীন ভালোবাসা। পেঁচা বুদ্ধিমত্তার প্রতীক।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 6
Follow Us:
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে