John Lennon And Cricket: শুধুই সঙ্গীত নয়, ক্রিকেটের সঙ্গে জড়িয়ে কিংবদন্তি গায়ক জন লেনন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 18, 2022 | 4:24 PM

Lennon: মিউজিক অ্যালবাম শুটের বিরতির সময় অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার জেডেনকো হির্শলার লেননের বেশ কয়েকটি ছবি তুলেছিলেন।

John Lennon And Cricket: শুধুই সঙ্গীত নয়, ক্রিকেটের সঙ্গে জড়িয়ে কিংবদন্তি গায়ক জন লেনন
ছবি: সংগৃহীত

Follow Us

লন্ডন: উল্টনে পিসি মিমি স্মিথের বাড়িতে বেড়ে ওঠার সময় লিভারপুল বা এভারটন, ক্রিকেট যেন কিংবদন্তি গায়ক জন লেননের (John Lennon) মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। লেননের ক্রিকেট প্রেম আজ TV9Bangla -তে। জন লেননের এক বোন জানিয়েছেন, লেনন খুব ভাল ক্রিকেটার ছিলেন। দুর্দান্ত ব্যাট করার পাশাপাশি তিনি ফাস্ট বোলিংও করতেন। লেননের বোন জুলিয়া বেয়ার্ড বলেন, “আমরা উইলো ব্যাট ও চামড়া বল নিয়ে খেলতাম। খেলতে গিয়ে আমার অনেকবার আহতও হয়েছি।”

ক্রিকেটের প্রতি লেননের আবেগ কোয়ারি ব্যাঙ্ক হাই স্কুলে পড়ার সময় আরও বেশি করে প্রকাশিত হয়েছিল। বন্ধু পিট শটনকে সঙ্গে নিয়ে স্কুলের ম্যাচের ফলাফলের ওপর একটি বই তিনি প্রকাশ করতেন।

কুড়ি বছর বয়সেও লেনন তাঁর পিসির বাড়িতেই ছিলেন। সেই সময় ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থের সঙ্গে লেননের আলাপ হয়েছিল। কারণ ডাকওয়ার্থ তাঁর পিসির বাড়িতে ৩ মাসের জন্য ছিলেন। সালটা তখন ১৯৬২। ডাকওয়ার্থের নামে পরবর্তীকালে ক্রিকেটের ডাকওয়ার্থ লুইস নিয়ম চালু হয়েছিল। ডাকওয়ার্থ সেই সময় লিভারপুল বিশ্ববিদ্যালয়ে ধাতুবিদ্যায় পিএইচডি এবং লেনন ক্যাভার্ন ক্লাবে গান গাইতেন। কিন্তু তাদের মধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপ নিয়ে কোনও আলোচনা হয়নি।

লেনন প্রসঙ্গে ডাকওয়ার্থ বলেছিলেন, “একবারই আমি জনের সঙ্গে কথা বলেছিলাম। আমি তাঁকে হ্যালো বলেছিলাম, জবাবে সেও একই প্রতিক্রিয়া দিয়েছিল। তবে মাঝেমধ্যে তাঁর শোয়ার ঘর থেকে গিটারের কর্ড বাজনোর আওয়াজ আমি শুনতে পেতাম।”

মিউজিক অ্যালবাম শুটের বিরতির সময় অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার জেডেনকো হির্শলার লেননের বেশ কয়েকটি ছবি তুলেছিলেন। সেখানে ব্যাট হাতে ক্রিজে লেননকে দেখা গিয়েছিল। ওই ছবি দেখে মনে হয়েছিল জন লেনন ছিলেন ফ্রন্ট ফুটের প্লেয়ার। আলমেরিয়া জানিয়েছে, তাঁর ব্যাটিং করার সময় লেননকে সাময়িক সমস্যার মধ্যে পড়তে হত কারণ ফাস্ট বল করার সময় তাঁর পা ও উইকেট লেনন গুলিয়ে ফেলতেন। মার্কিন চিত্র পরিচাল রিচার্ড লেস্টার বলেন, একবার ক্রিকেট খেলার সময় জনের বল খেলতে গিয়ে তাঁর পা ভেঙে গিয়েছিল।

Next Article