দুবাই: সদ্য প্রকাশিত আইসিসি টি ২০ ব্যাটিং ক্রমতালিকায় বিরাট লাফ কোহলির। এশিয়া কাপে ফাইনালে যেতে পারেনি ভারত। বিরাট কোহলি অবশ্য দারুণ পারফরম্যান্স। যার ফলে আইসিসি ক্রমতালিকায় ১৪ ধাপ উন্নতি হল বিরাটের। আপাতত তিনি ১৫ নম্বরে উঠলেন। ধারাবাহিক ব্যর্থতা এবং ম্যাচ না খেলায় ব়্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে নেমে গিয়েছিলেন বিরাট। এশিয়া কাপ থেকে ফের উন্নতি শুরু হল। সামনে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। এর পর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। বিরাটের কাছে সুযোগ থাকবে ফের ক্রমতালিকায় প্রথম দশে ঢুকে পড়ার। এশিয়া কাপে পাঁচ ইনিংসে ২৭৬ রান করেছেন বিরাট। দুটি অর্ধশতরান এবং একটি শতরানের ইনিংসও রয়েছে।
দীর্ঘ সময় ফর্মে ছিলেন না বিরাট কোহলি। কোনও ফরম্যাটেই শতরান আসছিল না। লাগাতার সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন বিরাট কোহলি। অনেক সিরিজেই বিশ্রাম নিয়েছেন। ইংল্য়ান্ড সফরের পরও বিশ্রাম নেন। লাগাতার সমালোচনায় বিদ্ধ বিরাট এক মাস ব্যাটেই হাত দেননি। এশিয়া কাপে ফিরেছিলেন অনেক তরতাজা হয়ে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করেন। তাতে অবশ্য সমালোচনা থামেনি। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে অর্ধশতরানের ইনিংসে বুঝিয়ে দেন ‘কিং কোহলি ইজ ব্য়াক’। আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ ম্যাচে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭১ তম শতরান। দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতরান। সবচেয়ে বড় দিক ১০২০ দিন পর তাঁর ব্যাটে সেঞ্চুরিতে স্বস্তির হাওয়া।
এশিয়া কাপে অনবদ্য পারফরম্যান্স চ্য়াম্পিয়ন শ্রীলঙ্কার অলরাউন্ডার ভানিন্দু হাসারঙ্গার। ব্যাট হাতে ফাইনালে দারুণ ইনিংস খেলেছেন ভানুন্দা। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়েছেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তাঁর। বোলারদের ক্রমতালিকায় তিন ধাপ উঠে ষষ্ঠ নম্বরে উঠেছেন। তেমনই অলরাউন্ডারের তালিকায় সাত ধাপ উঠে চতুর্থ স্থানে ভানিন্দু। এশিয়া কাপে ৯ উইকেট নিয়েছেন তিনি। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেট। ষষ্ঠ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। টি ২০ বিশ্বকাপ অবধি এই পারফরম্য়ান্স ধরে রাখতে পারলে শীর্ষস্থানেও পৌঁছতে পারেন ভানিন্দু।