রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৩৮-৭ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স ১৩৯-৬ (১৯.৬ ওভার)
৪ উইকেটে জয়ী কেকেআর
শারজা: পুজোর আমেজে মাতোয়ারা কলকাতা। তাতে এক অন্য মাত্রা যোগ করল কেকেআর (KKR)। দুর্গা পুজোর ষষ্ঠীর দিন কলকাতা নাইট রাইডার্সপ্রেমীদের খুশির আমেজ দ্বিগুণ হয়ে গেল। আইপিএলের (IPL) এলিমিনেটর ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) আরসিবিকে (RCB) হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করল ইওন মর্গ্যানের কেকেআর। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবির ক্যাপ্টেন কোহলি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তোলেন কোহলিরা। নারিন-ফার্গুসনের দাপটে আরসিবি নাইটদের বড় টার্গেট দিতে ব্যর্থ হয়।
ELIMINATOR ✅
BRING ON QUALIFIER 2! ?#KKR #RCBvKKR #Playoffs #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/CDc85HkUZa
— KolkataKnightRiders (@KKRiders) October 11, 2021
এলিমিনেটর ম্যাচে বিরাট-দেবদত্ত বড় ইনিংস গড়তে পারলে আরসিবির স্কোরবোর্ডে আরও কিছুটা রান যোগ হয়ে যেতে পারত। তবে তা না হলেও নাইটদের বিরুদ্ধে ভালো শুরু করেছিল আরসিবির ওপেনিং জুটি। ৪৯ রানের পার্টনারশিপ হওয়ার পরই বিরাট-দেবদত্ত জুটি ভাঙেন লকি ফার্গুসন। ২১ রান করে মাঠ ছাড়েন পাড়িক্কাল। কোনা শ্রীকর ভরত ক্যাপ্টেন কোহলিকে সঙ্গ দিতে আসেন। ১০ ওভারের মধ্যে মাত্র ৯ রান করে সুনীল নারিনের শিকার হয়ে মাঠ ছাড়েন ভরত। কোহলি-ভরত জুটি স্কোরবোর্ডে ২০ রান যোগ করেন। ভরতের পর ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সির সঙ্গে ভিকেকে বড় জুটি গড়তে দেননি নারিন। ১৫ ওভারেই ক্যাপ্টেন কোহলির গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সুনীল নারিন। ৩৯ রান করে সাজঘরে ফেরেন বিরাট।
নারিন ঝটকা এখানেই শেষ হয়নি। বিরাটের পর এবি ডে ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সুনীল নারিন। এলিমিনেটর ম্যাচে ব্যাট হাতে দলের জন্য এবিডি ও ম্যাক্সি যথাক্রমে ১১ ও ১৫ রান করেই থেমে যান। কোনও জুটিকেও বড় পার্টনারশিপ গড়তে দেয়নি নাইটরা। ১৯ ওভারে শাহবাজ আহমেদের (১৩) উইকেট তুলে নেন লকি ফার্গুসন। শেষ ওভারের চতুর্থ বলে রান আউট হন ড্যান ক্রিশ্চিয়ান (৯)। ৮ রানে অপরাজিত থাকেন হর্ষল প্যাটেল। নারিন-ফার্গুসনদের দাপটে ১৩৮ রানে আটকে যায় কোহলির আরসিবি।
এলিমিনেটর ম্যাচে রান তাড়া করতে নেমে আরসিবির মতোই ভালো শুরু করেছিল নাইটদের ওপেনিং জুটি। ৪১ রানের পার্টনারশিপও গড়েন গিল-ভেঙ্কি। ম্যাচের মোড় ঘোরাবার জন্য পাওয়ার প্লে-র মধ্যে হর্ষল প্যাটেল তুলে নেন কেকেআর ওপেনার শুভমন গিলের উইকেট। ২৯ রান করে মাঠ ছাড়েন গিল। তিন নম্বরে মাঠে নামেন রাহুল ত্রিপাঠী। তবে ভেঙ্কি-রাহুল জুটিকে বেশিদূর এগোতে দেননি যুজবেন্দ্র চাহাল। মাত্র ৬ রান করেই যুজির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ত্রিপাঠী। এরপর ক্রিজে আসেন নীতিশ রানা। নীতিশ-ভেঙ্কটেশ এগিয়ে নিয়ে যেতে থাকেন নাইটদের। ওই জুটিকে ভাঙেন পার্পল ক্যাপের মালিক হর্ষল। ১১ ওভারের শেষ বলে ভেঙ্কটেশের উইতেট হারায় নাইটরা। ২৬ রান করে মাঠ ছাড়েন নাইট ওপেনার ভেঙ্কি।
এরপর ক্রিজে আসেন সুনীল নারিন। নারিন-রানা জুটি দ্রুতগতিতে স্কোরবোর্ডে রান তুলতে থাকে। নারিন এসেই মেজাজে ব্যাট করতে থাকেন। ১৫ ওভারের দ্বিতীয় বলে নীতিশ রানার উইকেট তুলে নিয়ে কেকেআরকে চতুর্থ ঝটকা দেন যুজি। ২৩ রান করে সাজঘরে ফেরেন রানা। তিনি ফেরার পর মাঠে আসেন দীনেশ কার্তিক। নারিন-কার্তিক জুটি স্কোরবোর্ডে ১৫ রান তোলে। ১৮ ওভারের দ্বিতীয় বলে নাইটদের পঞ্চম ঝটকা দেন মহম্মদ সিরাজ। ফর্মে থাকা নারিনের (২৬) উইকেট তুলে নেন সিরাজ। ওই ওভারের চতুর্থ বলেই দীনেশ কার্তিকের উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। শেষ বেলায় ম্যাচের রাশ হাতে নেন নাইট ক্যাপ্টেন ইওন মর্গ্যান ও কেকেআরের অলরাউন্ডার সাকিব আল হাসান। এলিমিনেটর ম্যাচে আরসিবিকে হারাল কেকেআর। বিরাটদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মর্গ্যান ও সাকিব যথাক্রমে ৫ ও ৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
That Winning Feeling! ? ?
The @Eoin16-led @KKRiders beat #RCB in #VIVOIPL #Eliminator & with it, seal a place in the #Qualifier2! ? ? #RCBvKKR
Scorecard ? https://t.co/PoJeTfVJ6Z pic.twitter.com/NUtmmstRFZ
— IndianPremierLeague (@IPL) October 11, 2021
এই ম্যাচে জিতে দ্বিতীয় কোয়াফায়ারের টিকিট পকেটে পুরলেন মর্গ্যানরা। আর মরুশহর থেকে খালি হাতে ফিরতে হবে আরসিবিকে। শেষ বার ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন হিসেবে দলকে প্রথম বার ট্রফি এনে দিতে পারলেন না বিরাট কোহলি। অন্যদিকে নাইটরা তৃতীয়বার বেগুনি শিবিরে ট্রফি আনতে মরিয়া। কেকেআর এবং ফাইনালের মাঝখানে এখন একটাই কাঁটা, ঋষভ পন্থের দিল্লি।