বিরাটের রেকর্ড ভাঙলেন আয়ার্ল্যান্ডের ওপেনার পল স্টার্লিং

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 11, 2021 | 8:03 PM

বিরাট কোহলির এক রেকর্ড এ বার ভেঙে দিলেন আয়ারল্যান্ডের (Ireland) ওপেনার পল স্টার্লিং (Paul Stirling)।

বিরাটের রেকর্ড ভাঙলেন আয়ার্ল্যান্ডের ওপেনার পল স্টার্লিং
বিরাটের রেকর্ড ভাঙলেন আয়ার্ল্যান্ডের ওপেনার পল স্টার্লিং

Follow Us

নয়াদিল্লি: ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তিন ফরম্যাটে ভিকে একের পর রেকর্ড গড়া ও ভাঙার কাজ দায়িত্ব সহকারে পালন করে চলেছেন। তবে কোহলির এক রেকর্ড এ বার ভেঙে দিলেন আয়ারল্যান্ডের (Ireland) ওপেনার পল স্টার্লিং (Paul Stirling)। টি-২০ (T20) ক্রিকেটে সব থেকে বেশি চার মারার রেকর্ড এতদিন ভিকের দখলে ছিল। সেই রেকর্ডই ভাঙলেন পল।

সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে তৃতীয় টি-২০-তে আয়ার্ল্যান্ডের ইনিংস চলাকালীন দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই স্টার্লিং চার মেরে কোহলিকে ছুঁয়ে ফেলেন। পরের বলেই আরও একটি চার মেরে টি-টোয়েন্টিতে সব থেকে বেশি চার মারার রেকর্ডের পাশে নিজের নাম খোদাই করেন আইরিশ ক্রিকেটার পল স্টার্লিং।

আমিরশাহির বিরুদ্ধে ৩৫ বলে ৪০ রান করেন স্টার্লিং। যার মধ্যে ছিল চারটি চার। টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির নামের পাশে রয়েছে ২৮৫টি চার। আমিরশাহির বিরুদ্ধে তৃতীয় টি-২০-র পর স্টার্লিংয়ের ঝুলিতে রয়েছে ২৮৮টি চার। টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি চারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল (Martin Guptill)। টি-২০ ক্রিকেটে তিনি ২৫৬টি চার মেরেছেন। ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) রয়েছেন এই তালিকার চতুর্থ স্থানে। হিটম্যানের কাছাকাছি রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। ফিঞ্চের ঝুলিতে রয়েছে ২৪৮টি চার।

আরও পড়ুন: Indian Women Cricket: শিখার বল অব দ্য সেঞ্চুরিতেও সিরিজ বাঁচাতে পারলেন না হরমনপ্রীতরা

আরও পড়ুন: India vs England: নভেম্বরে আইসিসির সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত

Next Article