IPL 2021: দুই খুদে ভক্তের কান্না, সই করা বল উপহার দিলেন ধোনি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 11, 2021 | 6:01 PM

ফাইনালে প্রিয় দল, আর সব শেষে ম্যাচের পর ধোনির থেকে প্রাপ্তি তাঁর সই করা বল। দুবাইতে রবি রাতে অন্য উৎসবেই মাতল সিএসকের দুই খুদে ভক্ত।

IPL 2021: দুই খুদে ভক্তের কান্না, সই করা বল উপহার দিলেন ধোনি
IPL 2021: দুই খুদে ভক্তের কান্না, সই করা বল উপহার দিলেন ধোনি

Follow Us

দুবাই: একটা দলকে সমর্থন করা মানে তার সঙ্গে আবেগও জড়িয়ে যায়। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভক্তের তালিকায় রয়েছে আট থেকে আশি। আর মাহির জন্যই অনেকে চেন্নাই দলটাকে এতটা সমর্থন করে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) প্রথম কোয়ালিফায়ার ম্যাচ চলাকালীন টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে দুই খুদে ভক্তর কান্না। চেন্নাইয়ের টানটান শেষ ওভারে জয়ের পর, আবেগ ধরে রাখতে না পেরে অঝোর ধারায় কেঁদে চলে দুই খুদে। আর ম্যাচের শেষে মাহির সই করা বল উপহার (gift) হিসেবে পায় ওই দুই ভক্ত।

ম্যাচ চলাকালীন গ্যালারিতে থাকা ওই দুই খুদের কান্না নিজের চোখে না দেখলেও, ম্যাচের শেষে ওই ঘটনা জানতে পারার পরই নিজের সই করা বল গ্যালারিতে থাকা দুই খুদের উদ্দেশ্যে ছুড়ে দেন এমএসডি। দীর্ঘদিন পর আবার ফিনিশার ধোনির কামব্যাক। মাহিভক্তদের আবেগ সামলানোটা সত্যিকার অর্থেই রীতিমতো কঠিন হয়ে পড়েছিল রবি রাতে। ফাইনালে পৌঁছে যাওয়ার পরই গ্যালারিতে থাকা কান্নারত দুই খুদের দিকে ক্যামেরা ঘুরে যায়। দেখা যায় সম্ভবত তাদের মা দু’জনকে সামলাচ্ছেন। এই কান্না যে খুশির কান্না। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

ফাইনালে প্রিয় দল, আর সব শেষে ম্যাচের পর ধোনির থেকে প্রাপ্তি তাঁর সই করা বল। দুবাইতে রবি রাতে অন্য উৎসবেই মাতল সিএসকের দুই খুদে ভক্ত।

আরও পড়ুন: IPL 2021: ফিনিশার ধোনিকে দেখে চেয়ার ছেড়ে লাফ বিরাট কোহলির

Next Article