IPL 2021: ফিনিশার ধোনিকে দেখে চেয়ার ছেড়ে লাফ বিরাট কোহলির

ফিনিশার ধোনিকে দেখে চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠেন বিরাট কোহলি। শুধু তাই নয়, মাহির এই মুগ্ধ করা কামব্যাক দেখে তিনি লেখেন, "কিং ইজ ব্যাক।"

IPL 2021: ফিনিশার ধোনিকে দেখে চেয়ার ছেড়ে লাফ বিরাট কোহলির
IPL 2021: ফিনিশার ধোনিকে দেখে চেয়ার ছেড়ে লাফ বিরাট কোহলির
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2021 | 5:06 PM

শারজা: আইপিএলের (IPL) প্রথম কোয়ালিফায়ারে যেমন সকল দর্শকের নজর ছিল তেমনই ক্রিকেটবিশ্বের মহারথীরাও চোখ রেখেছিলেন দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস (Delhi Capitals vs Chennai Super Kings)। চেন্নাইয়ের হয়ে নেট সেশনে মাহি কাঁপুনি ধরালেও ম্যাচে সেই ঝলকটাই দেখা যাচ্ছিল না। কিন্তু রবিরাতের ম্যাচে চেনা ছন্দে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। সেই ফিনিশার ধোনি। যাকে দেখে তাবড় তাবড় ব্যাটাররাও হাঁ হয়ে যান। সেই ফিনিশার ধোনিকে দেখে চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠেন বিরাট কোহলি। শুধু তাই নয়, মাহির এই মুগ্ধ করা কামব্যাক দেখে তিনি লেখেন, “কিং ইজ ব্যাক।”

রবিবার চেন্নাই ফাইনালে পৌঁছে যাওয়ার পর টুইটারে কোহলি লেখেন, “এবং রাজা ফিরে এলেন (কিং ইজ ব্যাক)। এই খেলার সর্ব কালের সেরা ফিনিশার। আজ রাতে আবারও নিজের জায়গা থেকে লাফিয়ে উঠতে বাধ্য করলেন তিনি।”

ধোনি-কোহলির সম্পর্ক বেশ মধুর। বিরাট যে ধোনির কত বড় ভক্ত তা বলার অপেক্ষা রাখে না। তবে ওই টুইটটির কিছুক্ষণ আগেই আরও একটি টুইট করেছিলেন ভিকে। প্রথম টুইটটি সব সব লেখাই ছিল। শুধু ছিল না ‘সর্বকালের’ শব্দটি। তাই কোহলি সেটি ডিলিট করে নতুন টুইট করেন। কোহলির এই কাণ্ড যদিও নেটিজ়েনদের নজর এড়ায়নি। টুইটারে ভাইরাল হয়ে যায় বিরাটের দুটি টুইটের ছবি।

দিল্লির বিরুদ্ধে ১৭৩ রান তাড়া করতে নেমে একসময় চেন্নাইয়ের ইনিংস পেন্ডুলামের মতো দুলতে থাকে। কখনও টম কারানদের দাপট, কখনও ঋতুরাজ-উথাপ্পাদের ব্যাটিং শো, সব মিলিয়ে প্লেয়ারদের পাশাপাশি দর্শকরাও স্নায়ুর চাপে ভুগছিল। আর ধোনির ক্রিজে আসা থেকে শুরু করে শেষ অবধি তো এক ব্লকবাস্টার সিনেমার থেকে কিছু কম ছিল না। শেষ ওভারের চতুর্থ বলে একটা চার, আর দলের জয়। সকলের চোখ আটকে রইলো সেই ফিনিশার ধোনিতেই। ৬ বলে ১৮ রানে অপরাজিত থেকে মাহি যখন দলকে ফাইনালে তুলে দিয়ে মাঠ ছাড়ছে তখন পুরো স্টেডিয়ামও গমগম করছে চেন্নাইয়ের থালাকে নিয়ে।

আরও পড়ুন: IPL 2021: ম্যাচ জয়ের ইনিংস ছেলেকে উত্‍সর্গ উথাপ্পার