IPL 2021: ম্যাচ জয়ের ইনিংস ছেলেকে উত্‍সর্গ উথাপ্পার

চেন্নাই সুপার কিংসের জয়ের অন্যতম কারিগর এই ম্যাচ জয়ের ইনিংস উত্‍সর্গ করলেন তাঁর ছেলেকে। গতকাল ছিল ছেলের জন্মদিন। ম্যাচের আগে কেক কেটে ছেলের চতুর্থ জন্মদিন পালনও করেন উথাপ্পা।

IPL 2021: ম্যাচ জয়ের ইনিংস ছেলেকে উত্‍সর্গ উথাপ্পার
IPL 2021: ম্যাচ জয়ের ইনিংস ছেলেকে উত্‍সর্গ উথাপ্পার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2021 | 4:41 PM

দুবাই: অনেক দিন বাদে স্বমহিমায় দেখা গেল রবিন উথাপ্পাকে (Robin Uthappa)। আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে শেষ দুটো ম্যাচ খেললেও ব্যাটে রান ছিল না। কুড়ি ওভারের ফরম্যাট থেকে ক্রমশ হারিয়েই যাচ্ছিলেন। কিন্তু কোনও কোনও ক্রিকেটার বোধহয় সেরা পারফরম্যান্সের জন্য আলাদা মঞ্চ সাজিয়ে রাখেন। ঠিক যেমন রবিন উথাপ্পা।

প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করলেন উথাপ্পা। ৪৪ বলে ৬৩ রানের দায়িত্বশীল ইনিংস। তাতে সাজানো ৭টা চার আর ২টো ছয়। ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে দুরন্ত পার্টনারশিপ গড়ে তোলেন উথাপ্পা। চেন্নাই সুপার কিংসের জয়ের অন্যতম কারিগর এই ম্যাচ জয়ের ইনিংস উত্‍সর্গ করলেন তাঁর ছেলেকে। গতকাল ছিল ছেলের জন্মদিন। ম্যাচের আগে কেক কেটে ছেলের চতুর্থ জন্মদিন পালনও করেন উথাপ্পা। আর মাঠে ব্যাট হাতে তাণ্ডব দেখালেন। আবেশ খান, কাগিসো রাবাদাদের রীতিমতো শাসন করলেন।

২০১৯ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে শেষ বার এরকম পারফর্ম করেছিলেন। গত বছর ছিলেন রাজস্থান রয়্যালসে। তবে সেখানে দাগ কাটতে পারেননি। ধোনির দলে এসে শুরুতে সুযোগ না পেলেও কোয়ালিফায়ারের মঞ্চে জ্বলে উঠলেন। ম্যাচ শেষে উথাপ্পা বলেন, ‘দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে ভালো লাগছে। আজ আমার ছেলের জন্মদিন। আজকের ইনিংসটা ওকেই উত্‍সর্গ করলাম।’

২০১৬ সালে প্রাক্তন টেনিস খেলোয়াড় শীতল গৌতমের সঙ্গে বিয়ে করেন উথাপ্পা। ২০১৭ সালে বাবা হন উথাপ্পা। ছেলের নাম রাখেন নীল নোলান। ২০১৯ সালে শেষ বার হাফসেঞ্চুরি করেছিলেন উথাপ্পা। ২ বছর বাদে আবারও আইপিএলের মঞ্চে অর্ধশতরান করলেন।

আরও পড়ুন: IPL 2021: ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন পন্থ