AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lasith Malinga Watch Video: ১৬ বছর আগের ঘটনা; মালিঙ্গার ডাবল হ্যাটট্রিকের কীর্তি মনে আছে?

Cricket Retro Story: এরপর ২০১৯ সালে আবারও একই কীর্তি গড়েন মালিঙ্গা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ৪ বলে ৪ উইকেট নেন। মালিঙ্গা ছাড়া আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, আয়ার্ল্যান্ডের কার্টিস ক্যাম্ফার আর ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের এই রেকর্ড রয়েছে। যদিও প্রথম মাইলফলক স্থাপন মালিঙ্গারই।

Lasith Malinga Watch Video: ১৬ বছর আগের ঘটনা; মালিঙ্গার ডাবল হ্যাটট্রিকের কীর্তি মনে আছে?
Image Credit: twitter
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 7:30 AM
Share

নয়াদিল্লি : ১৮৭৭ সালে প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। ১৮৭৯ সালে প্রথম বার কোনও বোলার হ্যাটট্রিক করেন। টানা তিন বলে তিনটে উইকেট নেন। সেই বোলারের নাম ফ্রেড স্পোফোর্থ। ১৯৭১ সালে একদিনের ক্রিকেটের আবির্ভাব। ১৯৭৫ সালে শুরু পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ। টি-টোয়েন্টি ক্রিকেটের আত্মপ্রকাশ ২০০৫ সালে। এত বছরে অনেক বোলারই হ্যাটট্রিক করেছেন। অর্থাৎ টানা তিন বলেই তিনটে উইকেট নিয়েছেন। কিন্তু কোনও বোলার ডাবল হ্যাটট্রিক করেননি। ২০০৭ সালে সেই ইতিহাস তৈরি করেন লাসিথ মালিঙ্গা। প্রথম বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল হ্যাটট্রিক করেন লঙ্কান পেসার। ক্রিকেটের ক্ষেত্রে ডাবল হ্যাটট্রিক মানে ৬ বলে ৬ উইকেট নয়। কিছুটা আলাদা। বিস্তারিত TV9Bangla-য়।

ক্রিকেটের ক্ষেত্রে ডাবল হ্যাটট্রিকের অর্থ টানা চার বলে চার উইকেট। যে কাজটা প্রথম করেছিলেন লাসিথ মালিঙ্গা। ১৬ বছর আগে ২৮ মার্চ ডাবল হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করেছিলেন লঙ্কান পেসার। ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই কীর্তি স্পর্শ করেছিলেন মালিঙ্গা। ঠিক কী হয়েছিল?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের সেই ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্য়াট করে। শেষ দিকে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ বলে মাত্র ৪ রান। হাতে বাকি ৫ উইকেট। ৪৫তম ওভারের পঞ্চম বলে শন পোলককে আউট করেন মালিঙ্গা। পরের বলেই অ্যান্ড্রু হলের উইকেট তুলে নেন লঙ্কান পেসার। ৪৬তম ওভারে মেডেন দেন চামিন্ডা ভাস। ৪৭তম ওভারে ফের বোলিং করতে আসেন মালিঙ্গা। প্রথম বলেই জ্যাক কালিসকে আউট করেন তিনি। এরই সঙ্গে বিশ্বকাপে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন মালিঙ্গা। ৮৬ রানে আউট হন কালিস। মালিঙ্গার বলে সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন প্রোটিয়া অলরকাউন্ডার। দশ নম্বরে ব্যাট করতে আসা মাখায়া এনতিনিকেও পরের বলে আউট করেন মালিঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে টানা ৪ বলে ৪ উইকেট নিয়ে ইতিহাস তৈরি করেন প্রাক্তন লঙ্কান পেসার। যদিও সেই ম্যাচে ১ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। তবে মালিঙ্গার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদাই করা হয়।

এরপর ২০১৯ সালে আবারও একই কীর্তি গড়েন মালিঙ্গা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ৪ বলে ৪ উইকেট নেন। মালিঙ্গা ছাড়া আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, আয়ার্ল্যান্ডের কার্টিস ক্যাম্ফার আর ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের এই রেকর্ড রয়েছে। যদিও প্রথম মাইলফলক স্থাপন মালিঙ্গারই।