Maharashtra Premier League : ফাইনালে ‘খেলল’ বৃষ্টি, ব্যাটিং না করেও চ্যাম্পিয়নের খেতাব!
বৃষ্টির দাপটে ২৯ জুন ফাইনাল খেলা সম্ভব হয়নি। রিজার্ভ ডে-র ব্যবস্থা ছিল, তাই ম্যাচ ভেস্তে গেলেও চিন্তার কারণ ছিল না। কিন্তু শেষমেশ সেই বৃষ্টিই খেলে গেল।
মুম্বই : এ যেন ২০২৩ আইপিএল ফাইনালের পুনরাবৃত্তি। তবে ফলাফল যেভাবে এল সেটার সঙ্গে আইপিএলের মিল নেই। কথা হচ্ছে মহারাষ্ট্র প্রিমিয়র লিগের। বৃহস্পতিবার ২৯ জুন ছিল ফাইনাল। মুখোমুখি রত্নাগিরি জেটস ও কোলাপুর টাস্কার্স। তবে বৃষ্টির দাপটে ২৯ জুন ফাইনাল খেলা সম্ভব হয়নি। রিজার্ভ ডে-র ব্যবস্থা ছিল, তাই ম্যাচ ভেস্তে গেলেও চিন্তার কারণ ছিল না। কিন্তু শেষমেশ সেই বৃষ্টিই খেলে গেল। শুক্রবার রিজার্ভ ডে-র দিনও বৃষ্টির দাপটে ম্যাচ সম্পূর্ণ হয়নি। তাই নিয়ম অনুযায়ী দুটি টিমের মধ্যে লিগ পর্বে যে দলের পয়েন্ট বেশি, তাদের হাতেই তুলে দেওয়া হল চ্যাম্পিয়নের ট্রফি। প্রকৃতির বাদ সাধায় শেষ পর্যন্ত লড়াইও করতে পারল না রানার্স টিম। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports–এর এই প্রতিবেদনে।
বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্র প্রিমিয়র লিগের ফাইনালের দিন শুধুমাত্র ক্লোজিং সেরিমনিটুকু সুষ্ঠভাবে হতে পেরেছিল। ম্যাচের একটি বলও গড়ায়নি। শুক্রবার রিজার্ভ ডে-তে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়। টস জিতে কোলাপুর টাস্কার্সকে ব্যাট করতে পাঠান রত্নাগিরির অধিনায়ক আজিম কাজি। কোলাপুর মাত্র ১৬ ওভার ব্যাট করতে পেরেছে। এরপর ফের বৃষ্টি শুরু হয়। নির্ধারিত সময় পার হয়ে গেলেও বৃষ্টি থামেনি। ফলে ম্যাচ পুনরায় শুরু করা সম্ভব হয়নি। এতেই ভাগ্য খুলে যায় রত্নাগিরি জেটসের। লিগ টেবলের শীর্ষে থাকার সুবাদে চ্যাম্পিয়নের ট্রফি ওঠে তাদেরই হাতে। যদিও লিগ পর্বে দুটি দলের সমান ৮ পয়েন্ট ছিল। নেট রান রেটের ভিত্তিতে এগিয়ে ছিল রত্নাগিরি। রান রেটে সামান্য পিছিয়ে থাকায় রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কোলাপুর টাস্কার্সকে।
কোলাপুর যে ১৬ ওভার ব্যাট করেছে তাতে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ৮০ রান। সর্বাধিক ৩০ রান করেন কেদার যাদব। বাকিরা তথৈবচ।ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া কোলাপুর শেষপর্যন্ত লড়াই করার সুযোগটুকুও পেল না।