লন্ডন : টানা দ্বিতীয় বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। গত বার ডাগআউটে ছিলেন রবি শাস্ত্রী। এ বার থাকবেন কমেন্ট্রি বক্সে। নেতৃত্ব এবং কোচ, দু ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। গত বার শাস্ত্রী কোচ এবং বিরাট কোহলি অধিনায়ক ছিলেন। এ বার কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা। গত ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। এ বার অস্ট্রেলিয়া। বোলিং আক্রমণেও বিরাট পার্থক্য রয়েছে ভারতীয় শিবিরে। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে জসপ্রীত বুমরা। কবে মাঠে ফিরতে পারবেন, নিশ্চিত নয়। এমন অনেক পার্থক্যই রয়েছে গত বার ও এ বারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর চোখে কী কী পার্থক্য ধরা পড়ছে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আইসিসির একটি বিশেষ ইভেন্টে উপস্থিত ছিলেন রবি শাস্ত্রী। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের ক্ষত তাঁর মধ্যে এখনও রয়েছে। শাস্ত্রী বলছেন, ‘জিততে না পারলে খারাপ লাগাটাই স্বাভাবিক। আঘাত লাগা উচিত। এই ম্যাচ শুধুমাত্র একটা সংখ্যা বাড়ানোর জন্য নয়। জেতার জন্যই খেলা। তবে গত বারের ফাইনালের সঙ্গে এ বার বিশাল পার্থক্য রয়েছে। কঠিন পরিস্থিতিতে খেলা হয়েছিল। কোভিডের কারণে ১৪ দিনের আইসোলেশন, তার এক সপ্তাহের মধ্যেই খেলা, প্লেয়ারদের জন্য সহজ ছিল না। এ বার কিন্তু দু-দলের ক্রিকেটাররাই প্রতিযোগিতামূলক খেলার মধ্যেই রয়েছে। এ বারের ফাইনালে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা আশা করছি।’
সদ্য শেষ হয়েছে আইপিএল। ভারতীয় ক্রিকেটাররাই শুধু নন, অস্ট্রেলিয়ার বেশ কয়েকজনই আইপিএলে খেলেছেন। ফরম্যাট আলাদা হলেও খেলার মধ্যে থাকাটা ইতিবাচক বলে মনে করছেন শাস্ত্রী। তবে যোগ করলেন, ‘কে কতটা ম্যাচ ফিট তা এ বার বোঝা যাবে। কে কত ওভার বোলিং করল বা কত ঘণ্টা মাঠে কাটাল তা নয়। নেটে বোলিং আর ম্যাচে, আকাশ পাতাল পার্থক্য। কে কতটা ভালো প্রস্তুতি নিয়ে নামছে বোঝা যাবে। কাগজে কলমে দু-দলই সমান জায়গায়। অস্ট্রেলিয়া হয়তো সামান্য এগিয়ে। তবে ম্যাচ ফিটনেস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।’