IPL 2024, LSG vs PBKS: মায়াঙ্কে মুগ্ধ মর্কেলও, ম্যাচের সেরা ভারতীয় পেসারের লড়াইয়ের কথা শোনালেন

Mar 31, 2024 | 12:25 AM

Lucknow Super Giants vs Punjab Kings: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এ বারের আইপিএল শুরু করেছিল লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে প্রথম ম্যাচ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে দলে পরিবর্তন করে লখনউ টিম ম্যানেজমেন্ট। অভিষেক হয় মায়াঙ্কের। এক বছরের অপেক্ষার অবসান। ম্যাচেও তাঁর অপেক্ষা বাড়ে। প্রথমে ব্যাট করে লখনউ। বোলিংয়েও নতুন বলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। শতরানের জুটির বিরুদ্ধে আইপিএলে পথ চলা শুরু মায়াঙ্কের।

IPL 2024, LSG vs PBKS: মায়াঙ্কে মুগ্ধ মর্কেলও, ম্যাচের সেরা ভারতীয় পেসারের লড়াইয়ের কথা শোনালেন
Image Credit source: IPL

Follow Us

সব কিছু ঠিক থাকলে এক বছর আগেই আইপিএল অভিষেক হতে পারত মায়াঙ্ক যাদবের। কিন্তু সব ঠিক ছিল না। গত মরসুমে লখনউ সুপার জায়ান্টসে ছিলেন তরুণ পেসার মায়াঙ্ক। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছিল লখনউ। সেই ম্যাচেই চোট মায়াঙ্ক যাদবের। পুরো মরসুমের জন্যই ছিটকে যান। অপেক্ষা বাড়তে থাকে মায়াঙ্কের। এ মরসুমে সুযোগ খুঁজছিলেন। আর সুযোগ আসতেই…। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এ বারের আইপিএল শুরু করেছিল লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে প্রথম ম্যাচ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে দলে পরিবর্তন করে লখনউ টিম ম্যানেজমেন্ট। অভিষেক হয় মায়াঙ্কের। এক বছরের অপেক্ষার অবসান। ম্যাচেও তাঁর অপেক্ষা বাড়ে। প্রথমে ব্যাট করে লখনউ। বোলিংয়েও নতুন বলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। শতরানের জুটির বিরুদ্ধে আইপিএলে পথ চলা শুরু মায়াঙ্কের। ২১-এর মায়াঙ্ক অবশ্য ভয় পাননি। বরং, তাঁর গতিতে আতঙ্কে ভুগেছে পঞ্জাব ব্যাটাররাই।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল অভিষেকে ৪ ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট। ম্যাচের সেরার পুরস্কারও জিতে নেন মায়াঙ্ক যাদব। তাঁকে নিয়ে গর্বিত লখনউয়ের বোলিং কোচ মর্নি মর্কেল। বলছেন, ‘মরসুমের প্রথম জয়ে খুবই ভালো লাগছে। আলাদা করে বলতে হয় তরুণ মায়াঙ্কের কথা। একটা কঠিন বছর কাটিয়েছে। এই ম্যাচে প্রচণ্ড গতির বোলিংয়ে প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ধরিয়েছে। উইকেটও নিয়েছে।’

মর্কেলের কথায় উঠে এল সেই এক বছরের অপেক্ষার কথা। বলেন, ‘গত বছর আমাদের প্রথম ওয়ার্ম ম্যাচে চোট পেয়েছিল মায়াঙ্ক। পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যায়। এ বছর ওকে নিয়ে পরিশ্রম করেছি। ও নিজেও সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে। অবশেষে ওকে খেলতে দেখে খুবই আনন্দ হচ্ছে।’ এই তরুণ পেসার প্রথম ম্যাচে ১৫৫.৮ কিমি গতির বোলিং করলেন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হয়ে উঠতে পারেন মায়াঙ্ক, তাঁকে ঘিরে এমনটাই প্রত্যাশা তৈরি হচ্ছে।

Next Article