কলকাতা: আরসিবি (RCB) এমন একটা টিম, যে টিম গত ১৬টা আইপিএলে খেলেছে। কিন্তু এক বারও চ্যাম্পিয়ন হয়নি। কিন্তু প্রতি বারের মতো এ বারও আরসিবির ও বিরাট কোহলির ভক্তরা আইপিএল ট্রফির আশায় রয়েছে। এ বার আরসিবির অনুরাগীদের আইপিএল খেতাব জয়ের আশা বহুগুণ বেড়ে গিয়েছে। কারণ উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবির মহিলা টিম। ১৭ মার্চ স্মৃতি মান্ধানার আরসিবি ডব্লিউপিএলের ফাইনালে হারিয়েছিল মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসকে। আরসিবি উইমেন্স প্রিমিয়ার লিগ খেতাব জেতায় এক অনুরাগী অভিনব কায়দায় সম্মান জানিয়েছেন স্মৃতি-রিচাদের।
ঠিক যেন আরসিবির পাগল ফ্যান। মনোজ নায়ক নামের এক ব্যক্তি, যিনি নিজেকে আরসিবির বড় ভক্ত বলে দাবি করেছেন। সোশ্যাল মিডিয়া সাইটে ওই ব্যক্তি এক ভিডিয়ো শেয়ার করেছেন। যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। আর সেটা হওয়ারই কথা। কারণ তিনি করেছেনই অবাক করার মতো কাজ। এ বার বিস্তারিত জানানো যাক। গত ১৬ বছর আরসিবি পুরুষ টিমের আইপিএল জয়ের স্বপ্নপূরণ হয়নি। কিন্তু স্মৃতির নেতৃত্বাধীন আরসিবি উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণেই আরসিবির বহু ভক্তদের মনের ইচ্ছেপূরণ করেছেন।
আরসিবির ফ্যান বেস নিয়ে কোনও কথা হওয়ার মতো নয়। বছরের পর বছর ট্রফির স্বপ্নপূরণ না হওয়ার পরও বিরাট কোহলিদের পাশে রয়েছেন আরসিবির ভক্তরা। মনোজ নায়ক নামে আরসিবির ওই ভক্ত নিজের হাতে ডব্লিউপিএ চ্যাম্পিয়ন আরসিবির মহিলা টিমের সকলের নামে ট্যাটু করিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া সাইট X এ জানিয়েছেন, নিজেকে প্রমিস করেছিলেন আরসিবি এ বছর ডব্লিউপিএল জিতলে টিমের সকলের নামে ট্যাটু করাবেন। এ বার নিজেকে দেওয়া সেই প্রতিশ্রুতি রেখেছেন আরসিবির ওই ভক্ত।
Frm loosing 3 IPL finals n never giving up and wining an @wplt20 🏆. @RCBTweets women’s have given us everything what we dreamed for the past 16yrs😭.
Had promised myself to get inked of all the RCB players name if they win this wpl 2024. And today I kept my promise.#RCBFAN pic.twitter.com/SpDaVk9wOT
— Manoj nayak (@Nmanoj183) March 30, 2024
স্মৃতি মান্ধানা-রিচা ঘোষরা দ্বিতীয় বারের চেষ্টাতে উইমেন্স প্রিমিয়ার লিগ খেতাব জিতেছেন। বিরাট-ডু’প্লেসিদের হাত ধরে এ বার কি প্রথম আইপিএল খেতাব জিতবে আরসিবি? ঠিক আশায় বাঁচে চাষার মতো সেই দিনের অপেক্ষায় বেঙ্গালুরুর অনুরাগীরা।