কলকাতা: উপ্পল স্টেডিয়ামে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ ছিল লখনউ সুপার জায়ান্টসের। ওই ম্যাচে লোকেশ রাহুলের (KL Rahul) টিম লখনউ সুপার জায়ান্টস ১০ উইকেটে হেরেছে। ম্যাচের শেষে লাইমলাইটে এসেছেন লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। দলের হারের জন্য তিনি আঙুল তুলেছেন টিমের ক্যাপ্টেনের দিকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে রাহুলকে তিনি ধমক দিচ্ছেন। কেএলের ভক্তরা তা ভালোভাবে নেননি।
নেটিজ়েনরা এই মুহূর্তে সঞ্জীব গোয়েঙ্কার ওপর অগ্নিশর্মা হয়ে রয়েছেন। একজন ক্যাপ্টেনকে কী ভাবে যোগ্য সম্মান দেওয়া উচিত, তা লখনউ সুপার জায়ান্টসের মালিকের শেখা উচিত বলেছেন অনেকেই। বিসিসিআইয়ের কাছে এক X ব্যবহারকারী আর্জি জানিয়েছেন, যেন লখনউ সুপার জায়ান্টস টিমটাকে ব্যান করা হয়। সঞ্জীব গোয়েঙ্কার এই অদ্ভুত আচরণে ঘৃণ্য বলেছেন অনেকেই।
This is an absolutely disgraceful act by the LSG owner Sanjeev Goenka.
Owners should remain off the field after the matches and should not intervene in team plans.
Management are there to help and teach players.Never saw something like this.😑
Feeling for KL💔.@LucknowIPL https://t.co/FuO541CdNa— Rishabh Bundela (@rishabbundela07) May 8, 2024
Do you guys have any shame left ?
What the hell was that from Sanjeev Goenka ?
KL Rahul is an Indian cricketer and a national sportsman. Is this the way you treat your captain ?
Shame on you and your owner !@BCCI please ban @LucknowIPL
— King Vikram 🛡️⚔️ (@greatkingvikram) May 8, 2024
এক সোশ্যাল মিডিয়া সাইট X ব্যবহারকারী লেখেন, ‘একদিকে রয়েছেন এসআরকে আর একদিকে রয়েছেন গোয়েঙ্কা ও জিন্দালের মতো ফ্র্যাঞ্চাইজির মালিক। টিমের প্লেয়ারদের সঙ্গে এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। ক্রিকেটের এ, বি, সি জানো না। কিন্তু মাঠে দলের সেরা ক্রিকেটারকে বকতে জানো। কেএল রাহুলের উচিত লখনউ সুপার জায়ান্টস টিম ছেড়ে দেওয়া।’
There is SRK and then there r owners like Goenka and Jindal
This is totally unacceptable even for franchise owners to yell like this at players.
Don’t know A,B,C of Cricket but can scold a top notch players on field 🤷♂️
KL Rahul must leave LSG #SRHvsLSG pic.twitter.com/3pPyKB9Gso— Avishek Goyal (@AG_knocks) May 8, 2024
নিজেকে লোকেশ রাহুলের ভক্ত নন বলে দাবি করা এক X ব্যবহারকারী গোয়েঙ্কার উদ্দেশ্যে লিখেছেন, তিনি যত কোটি টাকাই দলের জন্য বিনিয়োগ করুন না কেন, কোনও শীর্ষস্তরের ভারতীয় ক্রিকেটারের সঙ্গে এমন বিরুপ আচরণ করা ঠিক নয়। ব্যক্তিগত ভাবে তিনি পরে রাহুলের সঙ্গে কথা বলতে পারতেন। ওই X ব্যবহারকারীও লিখেছেন, শীঘ্রই কেএল রাহুলের লখনউ টিম ছেড়ে দেওয়া উচিত।
Not a KL Rahul fan but this is not acceptable.
Mr Goenka we know you invested ₹₹crores in LSG but this is not the way you treat a top Indian player.
This should be done in private space.
KL should leave LSG as soon as possible. #SRHvLSG #KLRahul pic.twitter.com/JUYv9Aht2L
— Samira (@Logical_Girll) May 8, 2024