LSG vs CSK Highlights, IPL 2023 : লখনউয়ের বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ
Lucknow Super Giants vs Chennai Super kings, IPL Live Score in Bengali: চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন এই পেজে।
লখনউ: বৃষ্টিতে ভেস্তে লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ (LSG vs CSK)। লখনউয়ের ইনিংসের শেষ ওভারের চার বল বাকি থাকতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। অনেকটা সময় অপেক্ষার পরও বৃষ্টি না থামায় ম্যাচ পণ্ড হল। ৪০ ওভার ম্যাচ খেলা হল না। ব্যাটিংয়ের সুযোগ পেল না চেন্নাই সুপার কিংস (IPL 2023)। ১৬তম আইপিএলের ৪৫তম ম্যাচ ভেস্তে যাওয়ায় দুটো দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে।
LIVE Cricket Score & Updates
-
বৃষ্টিতে ধুয়ে গেল ম্যাচ
লখনউয়ের ইনিংসের ১৯.২ ওভার পর্যন্ত খেলা হয়েছিল। ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে সুপার জায়ান্টস। এরপর বহুক্ষণ অপেক্ষা করেও বৃষ্টির জন্য মাঠে নামা হয়নি। লখনউয়ে পণ্ড ম্যাচ। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দল পেল ১ পয়েন্ট করে।
-
ম্যাচ কী ভেস্তে যাবে?
লখনউয়ে জোর বৃষ্টি চলছে। ৭.২৮ মিনিট পর্যন্ত ম্যাচ শুরু না হলে ভেস্তে যাবে লখনউ-চেন্নাই ম্যাচ।
-
-
লখনউয়ে থামল বৃষ্টি
বৃষ্টি থেমেছে। পরিদর্শনের জন্য মাঠে আম্পায়াররা। খুব শীঘ্রই শুরু হবে ম্যাচ।
-
লখনউয়ে ফের বৃষ্টি
লখনউয়ে বৃষ্টি। শেষ ওভারের চার বল বাকি। আপাতত বন্ধ ম্যাচ।
-
পাথিরানার দ্বিতীয় উইকেট
মাথিশা পাথিরানার দ্বিতীয় উইকেট। ১৯.২ ওভারে ১ রান করে অজিঙ্ক রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট কৃষ্ণাপ্পা গৌতম। ৩৩ বলে ৫৯ রানে অপরাজিত আয়ুষ বাদোনি।
-
-
আউট পুরান
মাথিশা পাথিরানা ফেরালেন নিকোলাস পুরানকে। ৩১ বলে ২০ রান। ১৭.৪ ওভারে লখনউয়ের স্কোর ১০৩-৬। নতুন ব্যাটার কৃষ্ণাপ্পা গৌতম।
-
১৫ ওভারে ৭৪-৫
১৫ ওভারে লখনউয়ের খাতায় উঠল ৫ উইকেট হারিয়ে ৭৪ রান।
-
ফিরলেন করণ শর্মা
স্কোরবোর্ডে এখনও ৫০ রান যোগ হয়নি। পাঁচটি উইকেট খোয়াল লখনউ। মইন আলি ফেরালেন করণ শর্মাকে। দ্বিতীয় উইকেট মইনের। ১০ ওভারে লখনউয়ের স্কোর ৪৪-৫।
-
আউট স্টইনিস
জাডেজার বলে বোল্ড আউট হয়ে ফিরলেন মার্কাস স্টইনিস (৬)। নতুন ব্যাটার নিকোলাস পুরান।
-
পাওয়ার প্লে ওভার শেষ
প্রথম ছয় ওভারে তিনটি উইকেট হারিয়ে চাপে লখনউ সুপার জায়ান্টস। স্কোর ৩১-৩। জোড়া উইকেট থিকসানার, একটি মইন আলির।
-
জোড়া উইকেট থিকসানার
ষষ্ঠ ওভারের চতুর্থ বলে মনন ভোরাকে (১০) এলবিডব্লিউ মহেশ থিকসানার। পঞ্চম বলেই গোল্ডেন ডাক হয়ে ফিরলেন অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া। রাহানের হাতে ক্যাচ।
-
আউট মায়ার্স
বল হাতে নিয়েই কাইল মায়ার্সকে ফেরালেন মইন আলি। এই নিয়ে চলতি মরসুমে দ্বিতীয় বার মইনের শিকার মায়ার্স (১৪)। প্রথম উইকেট হারাল লখনউ। ৩.৪ ওভারে ১৮-১ লখনউ সুপার জায়ান্টস।
-
ম্যাচ শুরু
লখনউয়ের ওপেনিংয়ে কাইল মায়ার্স এবং মনন ভোরা। বল হাতে দীপক চাহার।
-
লখনউ সুপার জায়ান্টস একাদশ
গত আইপিএলে দারুণ পারফরম্যান্স। চলতি মরসুমে প্রথম আইপিএল ম্যাচ খেলবেন মহসিন খান।
ক্রুণাল পান্ডিয়া, মনন ভোরা, কাইল মায়ার্স, করণ শর্মা, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, নবীন উল হক, রবি বিষ্ণোই, মহসিন খান।
সাবস্টিটিউট: যশ ঠাকুর, ড্যানিয়েল সামস, প্রেরক মানকড়, দীপক হুডা, কুইন্টন ডি কক
-
চেন্নাই সুপার কিংস একাদশ
ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি, দীপক চাহার, মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা।
সাবস্টিটিউট: অম্বাতি রায়াডু, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ, আকাশ সিং
-
টস আপডেট
ঘরের মাঠে টস হারল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের।
-
৩.৩০টে নাগাদ টস
টস হবে বিকেল সাড়ে তিনটে নাগাদ। ম্যাচ শুরু হবে ৩.৪৫-এ।
-
লখনউয়ের বৃষ্টি, টসে দেরি
লখনউয়ের এতক্ষণ বৃষ্টি চলছিল। মাঠ কভারে ঢাকা। যে কারণ টস হতে দেরি। বৃষ্টি থেমে গিয়েছে হালকা রোদ উঠেছে।
-
পয়েন্ট টেবলে কে কোথায়?
সিএসকে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচ হেরে লখনউ এখন ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।
-
লখনউয়ের নেতৃত্বে ক্রুণাল
লোকেশ রাহুলের চোট। সিএসকের বিরুদ্ধে ঘরের মাঠে সুপার জায়ান্টসের নেতৃত্বে ক্রুণাল পান্ডিয়া।
পড়ুন বিস্তারিত: চোট গুরুতর, বাকি আইপিএলে নেই রাহুল; WTC ফাইনাল খেলা নিয়ে অনিশ্চয়তা
Published On - May 03,2023 2:30 PM