LSG vs DC Highlights, IPL 2023: উডের পাঁচ উইকেট, ৫০ রানের জয় লখনউ সুপার জায়ান্টসের

| Edited By: | Updated on: Apr 01, 2023 | 11:50 PM

Lucknow Super Giants vs Delhi Capitals, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

LSG vs DC Highlights, IPL 2023: উডের পাঁচ উইকেট, ৫০ রানের জয় লখনউ সুপার জায়ান্টসের
লখনউতে মুখোমুখি LSG ও DCImage Credit source: Graphics - TV9Bangla

লখনউ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ শুরু হয়ে গিয়েছে। আগামী ২ মাস ধরে চলবে বিনোদনে ভরপুর আইপিএল। আজ শনিবার ছিল আইপিএল-১৬-র (IPL) ডাবল হেডার। দ্বিতীয় ম্যাচ হয় লখনউতে। চলতি আইপিএলের তৃতীয় ম্যাচে লড়াইয়ে নেমেছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও ডেভিড ওয়ার্নারের (Delhi Capitals) দিল্লি ক্যাপিটালস। গত বছরের শেষে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। যে কারণে এ বারের আইপিএলে তাঁর খেলা হচ্ছে না। তাঁর বদলে দিল্লি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ডেভিড ওয়ার্নারকে। গত আইপিএলে ৫ নম্বরে শেষ করেছিল দিল্লি। অন্যদিকে আইপিএলে আত্মপ্রকাশের বছর তিন নম্বরে শেষ করেছিল লখনউ। এ বার শুরুটা অনবদ্য হল। ঘরের মাঠে প্রথম বার আইপিএলের ম্য়াচ খেলল লখনউ সুপার জায়ান্টস। দিল্লি ক্য়াপিটালসকে ৫০ রানে হারাল তারা। TV9Bangla-র এই লাইভব্লগে দেখুন লখনউ-দিল্লি ম্যাচের খুঁটিনাটি তথ্য।

Key Events

এক নজরে হেড টু হেড

দুই দলের এর আগে ২ বার সাক্ষাৎ হয়েছে। তাতে লখনউ জিতেছে ২ বারই। দিল্লির বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করল লখনউ।

উড পেলেন ফুল মার্কস

অনবদ্য বোলিং মার্ক উডের। মাত্র ১৪ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন লখনউ সুপার জায়ান্টসের এই পেসার।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 01 Apr 2023 11:39 PM (IST)

    এক নজরে

    • টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি।
    • কাইল মেয়ার্সের ক্যাচ ফসকান খলিল আহমেদ।
    • কাইল মেয়ার্স ৩৮ বলে ৭৩ রান করেন।
    • নিকোলাস পুরান ২১ বলে ৩৬ রান।
    • দিল্লিকে ১৯৪ রানের বিশাল লক্ষ্য দেয় লখনউ সুপার জায়ান্টস
    • দিল্লি ইনিংসের পঞ্চম ওভারে মার্ক উডের জোড়া ধাক্কা।
    • শেষ অবধি পাঁচ উইকেট নেন মার্ক উড।
    • নির্ধারিত ২০ ওভারে ১৪৩-৯ স্কোরে থামে দিল্লি।
    • ঘরের মাঠে ৫০ রানের বিশাল জয় লখনউয়ের।
  • 01 Apr 2023 11:03 PM (IST)

    আউট ক্যাপ্টেনও

    দিল্লি শিবিরে আশার আলো ছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনিও আউট হয়ে ফেরায় ক্রমশ জয়ের সঙ্গে দূরত্ব বাড়ছে দিল্লি ক্য়াপিটালসের।

  • 01 Apr 2023 09:58 PM (IST)

    এক্সপ্রেস

    মার্ক উডের এক্সপ্রেস গতিতে পরাস্থ পৃথ্বী। পরের বলে গোল্ডেন ডাক মিচেল মার্শও। হ্য়াটট্রিকের সামনে মার্ক উড। যদিও তা হল না। নো বল হওয়ায় উল্টে ফ্রি-হিট।

  • 01 Apr 2023 09:37 PM (IST)

    কে হাসবে লখনউতে!

    ঘরের মাঠে আইপিএলে প্রথম ম্যাচ খেলছে লখনউ সুপার জায়ান্টস। টস হেরে প্রথমে ব্যাট করে বিশাল লক্ষ্য দিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। তবে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। রুদ্ধশ্বাস লড়াইয়ের সম্ভাবনা।

  • 01 Apr 2023 09:24 PM (IST)

    এক নজরে লখনউয়ের ইনিংস

    • টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে।
    • নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে লখনউ।
    • লখনউয়ের হয়ে সর্বাধিক রান করেছেন কাইল মেয়ার্স ৭৩।
    • দিল্লির হয়ে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ ও চেতন সাকারিয়া।
    • দিল্লির টার্গেট ১৯৪।
  • 01 Apr 2023 09:19 PM (IST)

    লখনউয়ের ইনিংস শেষ

    নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানে থামল লখনউ সুপার জায়ান্টস।

  • 01 Apr 2023 09:17 PM (IST)

    শেষ ওভারেও উইকেট হারাল লখনউ

    লখনউ সুপার জায়ান্টস শেষ ওভারেও উইকেট হারাল। আউট হলেন আয়ুষ বাদোনি।

  • 01 Apr 2023 09:09 PM (IST)

    ১ ওভার বাকি লখনউয়ের

    ১৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস।

  • 01 Apr 2023 08:43 PM (IST)

    লখনউয়ের ইনিংস আর বাকি ৫ ওভারের

    ১৫ ওভার শেষে লখনউ ৪ উইকেট হারিয়ে তুলেছে ১২৮ রান। ক্রিজে ক্রুণাল পান্ডিয়া ৫* ও নিকোলাস পুরান ১০*

  • 01 Apr 2023 08:39 PM (IST)

    স্টইনিসের উইকেট খলিলের খাতায়

    মার্কাস স্টইনিসের উইকেট তুলে নিলেন খলিল আহমেদ। হঠাৎ ছন্দ পতন হয়েছে লখনউয়ের। পরপর উইকেট হারাচ্ছে সুপার জায়ান্টসরা। ১০ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন স্টইনিস।

  • 01 Apr 2023 08:26 PM (IST)

    অক্ষর ফেরালেন কাইলকে

    অবশেষে কাইল মেয়ার্সের উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। ৩৮ বলে ৭৩ রান করে মাঠ ছেড়েছেন ক্যারিবিয়ান তারকা কাইল।

  • 01 Apr 2023 08:23 PM (IST)

    হুডা আউট

    কুলদীপ যাদব তুলে নিলেন দীপক হুডার উইকেট। দ্বিতীয় ধাক্কা খেল লখনউ। ১৭ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 01 Apr 2023 08:21 PM (IST)

    লখনউয়ের ১০ ওভার শেষ

    লখনউয়ের ইনিংসের ১০ ওভারের খেলা শেষ। ইনিংসের মাঝপথে ১ উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছে লখনউ।

  • 01 Apr 2023 08:15 PM (IST)

    কাইল মেয়ার্সের হাফসেঞ্চুরি

    ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন লখনউয়ের ওপেনার কাইল মেয়ার্স। আইপিএল অভিষেকেই হাফসেঞ্চুরি করলেন কাইল।

  • 01 Apr 2023 08:07 PM (IST)

    মেয়ার্সের ব্যাটে চার-ছয়ের ফুলঝুরি

    সপ্তম ওভারে মুকেশ কুমারকে ২টি লম্বা ছক্কা হাঁকানোর পর থেমে যাননি কাইল মেয়ার্স। অষ্টম ওভারে পর পর দুই বলে অক্ষর প্যাটেলকে চার ও ছয় মেরেছেন মেয়ার্স।

  • 01 Apr 2023 08:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    লখনউয়ের ইনিংসের পাওয়ার প্লে শেষ। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে লখনউ।

  • 01 Apr 2023 07:50 PM (IST)

    ক্যাপ্টেন রাহুলের উইকেট হারাল লখনউ

    দিল্লি ক্যাপিটালসকে প্রথম উইকেট এনে দিলেন চেতন সাকারিয়া। লখনউ অধিনায়ক লোকেশ রাহুল আউট। ১২ বলে ৮ রান করে মাঠ ছাড়লেন লোকেশ। ক্রিজে এলেন দীপক হুডা।

  • 01 Apr 2023 07:49 PM (IST)

    দিল্লির ডাগআউটে পন্থ

    দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে রয়েছে ঋষভ পন্থের জার্সি।

  • 01 Apr 2023 07:46 PM (IST)

    লখনউয়ের ইনিংসের ৩ ওভার শেষ

    লখনউ সুপার জায়ান্টসের ইনিংসের প্রথম ৩ ওভারের খেলা শেষ। শুরুর ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২ রান তুলেছে লখনউ।

  • 01 Apr 2023 07:29 PM (IST)

    লখনউয়ের ইনিংস শুরু

    লখনউ সুপার জায়ান্টসের হয়ে ওপেনিংয়ে নামলেন লোকেশ রাহুল ও কাইল মেয়ার্স। দিল্লির হয়ে বল হাতে প্রথম ওভারে এগিয়ে এসেছেন খলিল আহমেদ।

  • 01 Apr 2023 07:16 PM (IST)

    মুকেশ কুমারের আইপিএল ডেবিউ

    গত মরসুমে মুকেশ কুমার ছিলেন নেট বোলার। এ বার দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএল অভিষেক হল বাংলার হয়ে রঞ্জি খেলা মুকেশের।

  • 01 Apr 2023 07:14 PM (IST)

    দিল্লি ক্যাপিটালসের একাদশ

    দিল্লি ক্যাপিটালসের একাদশ – ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, রাইলি রোসো, মিচেল মার্শ, সরফরাজ খান, রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, মুকেশ কুমার।

    সাবস্টিটিউট – আমন খান, প্রবীণ দুবে, মনীশ পান্ডে, ললিত যাদব, অভিষেক পোড়েল।

  • 01 Apr 2023 07:10 PM (IST)

    লখনউ সুপার জায়ান্টসের একাদশ

    লখনউ সুপার জায়ান্টসের একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, দীপক হুডা, নিকোলাস পুরান, মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, আবেশ খান, রবি বিষ্ণোই, জয়দেব উনাদকাট, মার্ক উড।

    সাবস্টিটিউট – যশ ঠাকুর, কৃষ্ণাপ্পা গৌতম, প্রেরক মানকড়, অমিত মিশ্র ও ড্যানিয়েল স্যামস।

  • 01 Apr 2023 07:02 PM (IST)

    টস আপডেট

    লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

  • 01 Apr 2023 06:56 PM (IST)

    দিল্লি রে… রোর মাচা…

    আজ লখনউয়ের বিরুদ্ধে নামার জন্য তৈরি দিল্লি

    আইপিএল-২০২৩ এর যাত্রা শুরু করার জন্য তৈরি দিল্লি ক্যাপিটালস।

  • 01 Apr 2023 06:50 PM (IST)

    কী বার্তা দিলেন পন্থ?

    আইপিএলে দিল্লি ক্য়াপিটালস মাঠে নামার দিনে সতীর্থদের জন্য় বিশেষ বার্তা দিলেন ঋষভ পন্থ।

    পড়ুন বিস্তারিত – Rishabh Pant : ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম’ সতীর্থদের স্পেশাল বার্তা ঋষভ পন্থের

  • 01 Apr 2023 06:45 PM (IST)

    জায়ান্টসরা তৈরি, আর দিল্লি?

    গত বার তিন নম্বরে টুর্নামেন্ট শেষ করেছিল লখনউ সুপার জায়ান্টস। এ বার প্রথম থেকেই শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে নামবে লখনউ। একানা স্টেডিয়াম তৈরি। আর সুপার জায়ান্টসরা? দিল্লির বিরুদ্ধে নামার জন্য তাঁরাও তৈরি।

  • 01 Apr 2023 06:40 PM (IST)

    লখনউ বনাম দিল্লির প্রিভিউ পড়ুন

    এক ঝলকে চোখ বুলিয়ে নিন লখনউ বনাম দিল্লির প্রিভিউতে।

    পড়ুন বিস্তারিত – LSG vs DC IPL 2023 Match Prediction: প্রথম হোম ম্যাচে নামছে লখনউ, সামনে শক্তিশালী দিল্লি

  • 01 Apr 2023 06:32 PM (IST)

    শনি-রাতে আইপিএলের ম্যাচে নজরে কারা?

    আইপিএল-২০২৩ এর প্রথম ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস।

    নজরে থাকবেন কারা? পড়ুন বিস্তারিত – LSG vs DC Key Players IPL 2023: শনি-রাতে লখনউ-দিল্লির দ্বৈরথে নজরে যে তারকারা

Published On - Apr 01,2023 6:30 PM

Follow Us: