দিল্লি ক্যাপিটালস ১৪৯-৩ (২০ ওভারে)
লখনউ সুপার জায়ান্টস ১৫৫-৪ (১৯.৪ ওভারে)
মুম্বই: আইপিএলের (IPL) ম্যাচ মানেই কোনও না কোনওটাতে থাকবেই শেষ ওভারের টানটান উত্তেজনা। যেমনটা হল আজ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে কুইন্টন ডি’ককের চওড়া ব্যাটে ভর করে আইপিএলে তৃতীয় জয় পেল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। পৃথ্বীর লড়াকু ইনিংস, কুলদীপের দুরন্ত বোলিং কাজে এল না। শেষ ওভারে উইকেট নিয়ে দলকে জেতানোর চেষ্টা করেছিলেন লর্ড শার্দূল। উইকেট পেলেন, কিন্তু দলকে জেতাতে পারলেন না। দিল্লির মুখের সামনে থেকে ম্য়াচ বের করে নিয়ে গেলেন লখনউয়ের ‘বেবি এবি’ আয়ুষ বাদোনি। লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হল লোকেশের দলের। এই নিয়ে টানা তিন ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল সুপার জায়ান্টসরা।
টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নেন লখনউ অধিনায়ক কেএল রাহুল। ভালো শুরু করেন দিল্লির ওপেনিং জুটি। পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার দুরন্ত ছন্দে এগিয়ে নিয়ে যেতে থাকে দিল্লিকে। ও বারের আইপিএলে প্রথম ম্যাচে নেমেছিলেন ওয়ার্নার। কিন্তু ৮ বছর পর দিল্লির জার্সিতে কামব্যাকটা খুব একটা উজ্জ্বল হয়নি ওয়ার্নারের জন্য। ১২ বল খেললেও মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন অজি ওপেনিং ব্যাটার। কিন্তু ওয়ার্নারের সঙ্গী পৃথ্বী আজ দুরন্ত ব্যাটিং করেন। পৃথ্বীর ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে পাওয়ার প্লে-র মধ্যেই ৫২ রান তুলে ফেলে দিল্লি। উইকেটের খোঁজ চালিয়ে যান লখনউয়ের বোলাররা। অবশেষে অষ্টম ওভারে এসে দুরন্ত ছন্দে থাকা পৃথ্বী শ-র উইকেট তুলে নেন কৃষ্ণাপ্পা গৌতম। ৩৪ বলে ৬১ রান করেন পৃথ্বী। যার মধ্যে ছিল ৯টি চার ও ২টি ছয়।
After a kadak two innings, #LSGvsDC comes to an end. Kaisa laga humaara भौकाल? ✅#AbApniBaariHai?#IPL2022 ? #bhaukaalmachadenge #lsg #LucknowSuperGiants #T20 #TataIPL #Lucknow #UttarPradesh #LSG2022 @My11Circle pic.twitter.com/8NDsqcfvbr
— Lucknow Super Giants (@LucknowIPL) April 7, 2022
পৃথ্বী ফেরার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি ওয়ার্নারও। তরুণ তুর্কি রবি বিষ্ণোই তুলে নেন ওয়ার্নারের উইকেট। পাওয়ার হিটার রোভম্যান পাওয়েলের ব্যাট আজ জ্বলে ওঠেনি। ১০ বলে মাত্র ৩ রান করে রবি বিষ্ণোইয়ের শিকার হন পাওয়েল। এর পর দলের হাল ধরেন দিল্লির নেতা ঋষভ পন্থ ও দিল্লির হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা সরফরাজ খান। শুরুটা পৃথ্বী ভালো করে দিয়ে গেলেও বড় রান তুলতে ব্যর্থ হল পন্থের দিল্লি। আর কোনও উইকেট পড়েনি দিল্লির, কিন্তু পন্থ ও সরফরাজের স্লথ ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয় ১৪৯ রানে থেমে যায় দিল্লি। ৩৬ বলে ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পন্থ। এবং সরফরাজ ২৮ বলে ৩৬ রানে নট আউট থাকেন।
১২০ বলে ১৫০ রান তুলতে হত আইপিএলের নতুন দল লখনউকে। পৃথ্বী এবং ওয়ার্নার জুটি যেভাবে ভালো শুরু করেছিলেন ঠিক তেমনভাবেই লখনউ সুপার জায়ান্টসের শুরুটাও ভালো করেছিলেন ক্যাপ্টেন কেএল রাহুল ও কুইন্টন ডি’কক। ১০ ওভার অবধি প্রোটিয়া তারকা ক্রিকেটাররের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান লোকেশ রাহুল। কুলদীপ যাদব ১০ ওভারের মাথায় অবশেষে প্রথম ঝটকা দেন লখনউকে। ২৫ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন লখনউ অধিনায়ক কেএল রাহুল। হঠাৎ করেই উইকেট হারানোর পর দ্বিতীয় ধাক্কাটাও খুব তাড়াতাড়িই পায় লখনউ। এক দিক থেকে কুলদীপ অন্যদিক থেকে ললিত ক্রমাগত চাপে ফেলা শুরু করে ডি’ককদের। ১৩তম ওভারে এসে এভিন লুইসের উইকেট তুলে নেন ললিত। আর দুরন্ত ক্যাচ নেন কুলদীপ। এরপর দীপক হুডার সঙ্গে জুটি বাঁধেন ডি’কক। আজ প্রোটিয়া তারকা ক্রিকেটার কুইন্টনকে কার্যত টলাতে পারছিল না ললিত-নর্টজেরা। দুরন্ত ফর্মে ছিলেন লখনউয়ের ওই ওপেনার। ১৬ ওভারে গিয়ে অবশেষে দিল্লিকে ডি’ককের গুরুত্বপূর্ণ উইকেট এনে দেন চায়ানাম্যান বোলার। ডি’কক ফিরলে দলকে জেতানোর দায়িত্ব তুলে নেন ক্রুণাল পান্ডিয়া ও দীপক হুডা। শেষ ওভারে দীপককে ফিরিয়ে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন লর্ড শার্দূল। কিন্তু তাঁর কাজটা যে কঠিন ছিল, তার প্রমাণ দিয়ে গেলেন আয়ুষ বাদোনি। ৩ বল খেলে ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন আয়ুষ। এবং ১৯ রানে নট আউট থাকলেন ক্রুণাল পান্ডিয়া।
Young Badoni finishes things off in style.@LucknowIPL win by 6 wickets and register their third win on the trot in #TATAIPL.
Scorecard – https://t.co/RH4VDWYbeX #LSGvDC #TATAIPL pic.twitter.com/ZzgYMSxlsw
— IndianPremierLeague (@IPL) April 7, 2022
আজকের ম্যাচে নজরে ছিলেন দুই দলের অধিনায়কও। রোহিত শর্মার পর পন্থ ও লোকেশ রাহুলকে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সির অন্যতম দাবিদার বলা হচ্ছে ক্রিকেটমহলে। বৃহস্পতিবারের ম্যাচে পন্থ-লোকেশের বেশ কিছু সিদ্ধান্ত তাঁদের ক্যাপ্টেন্সির দক্ষতার প্রমাণ দিল। তবে অবশেষে হাসিমুখে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ২ নম্বরে পৌঁছে মাঠ ছাড়ল গৌতম গম্ভীরের দল।
সংক্ষিপ্ত স্কোর: দিল্লি ১৪৯-৩ (পৃথ্বী শ ৬১, ঋষভ পন্থ ৩৯*, সরফরাজ খান ৩৬*, রবি বিষ্ণোই ২-২২, কৃষ্ণাপ্পা গৌতম ১-২৩)। লখনউ ১৫৫-৪ (কুইন্টন ডি’কক ৮০, লোকেশ রাহুল ২৪, কুলদীপ যাদব ২-৩১, ললিত যাদব ১-২১)